গুগলি পেয়ে কী করলো রামকৃষ্ণ? ‘দাদাগিরি’র মঞ্চে এবার অন্য রূপে সৌরভ সাহা

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’। এর সম্প্রচার সম্প্রতি শেষ হয়েছে। এই ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সৌরভ সাহা। নেটিজেনদের এতটাই ভাল লেগেছে তার অভিনয় যে সকলে ভেবেছে সৌরভ সত্যিই রামকৃষ্ণ। এবার পর্দার রামকৃষ্ণ এল দাদাগিরিতে। দাদার সঙ্গে আড্ডায় আড্ডায় উঠে এলো নানা কথা।

সৌরভ সাহার কথাবার্তা থেকে শুরু করে অভিনয় ভঙ্গি, রামকৃষ্ণের ছবির সঙ্গে প্রচুর সামঞ্জস্য খুঁজে পেয়েছে মানুষ। আর পর্দায় রামকৃষ্ণের আগমনের পর থেকেই বাড়তে থাকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত হয় রামকৃষ্ণের বাণী ‘টাকা মাটি, মাটি টাকা’ বচন। সৌরভের অভিনয় প্রশংসা কুড়িয়েছে স্বয়ং দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর।

এমনিতেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ অনুরাগীদের। আসলে আধ্যাত্বিক ধারাবাহিক দেখতে অনেকেই পছন্দ করে। আর এমন ধারাবাহিক চললে স্বাভাবিকভাবেই তার টিআরপি বৃদ্ধি পায়। ফলে চ্যানেলের গুণমান যথেষ্ট উপরে উঠে আসে। শুধু সৌরভ নয় দিতিপ্রিয়া অর্থাৎ রানিমার অভিনয়ও সমৃদ্ধ করেছিল এই ধারাবাহিকটিকে।

You cannot copy content of this page