ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা ‘জিতু কমল’ (jeetu kamal) বেশ কিছুদিন হল পা রেখেছেন বড় পর্দায়। এবার নাকি তাকে ওয়েব সিরিজও দেখা যাবে অন্যদিকে জি বাংলার আসন্ন ধারাবাহিক “চিরদিনই তুমি যে আমার” (chirodini tumi je amar) এর প্রমোতে ‘দিতিপ্রিয়া’র (ditipriya roy) হিরো হিসেবে জিতুকে দেখা যাচ্ছে। ২০২২ সালে ‘সত্যজিৎ রায়ে’র জীবনী অবলম্বনে নির্মিত ছবি ‘অপরাজিত’ (Aparajita) তে সত্যজিৎ রায়ের ভূমিকা অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন দর্শকমহলে।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১৯ সালে বিয়ে করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী ‘নবনীতা দাস’কে। এরপরে চলে আসে কোভিড। দাম্পত্য জীবন বেশ চুটিয়েই উপভোগ করছিলেন দুজনে। শেষবার সুখী দম্পতি হিসাবে দেখা গিয়েছিল স্টার জলসার একটি কাপল রিয়েলিটি শো তে। সেখানে তারা দুজন অন্যান্য আরো সেলিব্রেটি কাপলদের মতো অংশগ্রহণ করেছিলেন এবং তাদের কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করেছিল।
কিন্তু হঠাৎ ২০২৩ সালে শেষের দিকে নিজেদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জিতু ও নবনীতা। সম্পর্কের ভাঙনের কারণ কি অন্য কেউ? নাকি কোন ব্যক্তিগত কারণ? এর উত্তরে দুজনেই বলেছেন ব্যক্তিগত কারণটাই প্রধান। এর পরে অবশ্য কেটে গিয়েছে বহুদিন নবনীতা বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন তার নতুন জীবনসঙ্গীর নাম। তিনি এখন ছোট পর্দা দিয়ে খানিক দূরে বেশ ভালই আছেন বলা যায়।
আরও পড়ুনঃ প্রিয় মা থেকে চলো পাল্টাই পুরস্কার পেলেন দীপা! স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে কার ঝুলিতে উঠল কটা পুরস্কার?
এরপর থেকেই অনুরাগী দের মধ্যে কানাঘুষো সোনা যেতে লাগে, জিতুও নাকি ইতিমধ্যেই বেছে ফেলেছেন তার জীবন সঙ্গীকে। কিন্তু এই বিষয়ে কোনো স্পষ্ট ভাবে উত্তর মেলেনি, জিতুর তরফ থেকে। সমাজ মাধ্যমে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে জিতুর সাথে টলিউডের এক খুব জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কার্যত এর পরেই জল্পনা শুরু হয়, জিতু ও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে।
শ্রাবন্তির বৈবাহিক জীবন অতীতে খুব একটা ভালো ছিল না তা বলাই যায়। অতীতে তিনবার বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ। অন্যদিকে জিতু এখন একা। এইসব জল্পনাকে আরো উস্কে দিয়ে অভিনেত্রী শিবরাত্রি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মহাদেব সমুদ্রে উপর শুয়ে আছেন এবং তার মুখটি হুবহু মিলে যাচ্ছে জিতুর সাথে। তবে কি এবার অভিনেত্রীর জীবন সঙ্গী হতে চলেছেন জিতু? স্টোরির মাধ্যমে কি তিনি বোঝাতে চাইলেন যে জিতুই তার মহাদেব?