‘বছরের পর বছর কাজ নেই, কেউ কিছু বলে না!’ ইন্ডাস্ট্রিরই একাংশকে কি কটাক্ষ করলেন শ্রীলেখা?

টলিপাড়ায় কাজ পাওয়া আর না-পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। কখনও ফেডারেশন, কখনও গিল্ড, আবার কখনও শিল্পীমহলের ভেতরের রাজনীতি—সব কিছু মিলিয়ে অনেক প্রতিভাবান অভিনেতা-পরিচালকই হয়ে পড়ছেন একপ্রকার উপেক্ষিত। কেউ প্রতিবাদ করতে গিয়ে হারাচ্ছেন সুযোগ, কেউ আবার প্রভাবশালীদের ইশারায় হয়ে পড়ছেন ব্রাত্য। সম্প্রতি ফের একবার এই বিতর্ককে ঘিরে জোর আলোড়ন ছড়াল টলিউডে।

বর্তমানে পরিচালক গিল্ডের একাধিক সদস্যের অভিযোগ, ফেডারেশন পরিচালিত কাজের মধ্যে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে তাঁদের। এমনকি নিজেদের কাজ চালিয়ে যেতে গিয়ে বাধ্য হয়ে ১৩ জন পরিচালক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, গিল্ডের সদস্য হওয়ার কারণে বা স্বাধীনভাবে কাজ করার ইচ্ছেতেই বিভিন্ন পক্ষ তাঁদের বাধা দিচ্ছে। এর ফলে কাজের সুযোগ আরও কমে যাচ্ছে বলে অভিযোগ তাঁদের।

এই প্রসঙ্গেই নাম না করে এক অভিনেতা-পরিচালকের দিকে কটাক্ষ ছুড়লেন শ্রীলেখা মিত্র। সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলে সপাট জবাব, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই!” তাঁর আরও ক্ষোভ, টলিউড তাঁকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আসছে। ফলত, বাংলায় থাকা তাঁর পক্ষে আর মানসিকভাবে সম্ভব নয়। আবার মুম্বইয়ে থিতু হতে গেলে খরচ বিপুল। সেই কারণে একরকম দোদুল্যমান অবস্থায় রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীলেখার ছবি ‘মায়ানগর’। দর্শক প্রশংসা পেলেও ঠিকমতো প্রচার ও সময় না পাওয়ার কারণে ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি বলে দাবি তাঁর। তাঁর প্রশ্ন, “আমার হয়ে বলবেন কে?” এখানেই থামেননি অভিনেত্রী। তিনি মনে করিয়ে দেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় বাংলার ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপোষণ’-এর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। উল্লেখ করেছিলেন কিছু প্রভাবশালী ব্যক্তির নাম। আর তখন থেকেই শুরু হয় বিপত্তি।

আরও পড়ুনঃ ভাঙল বৈধব্যের প্রাচীর! জন্মদিনে নতুনের জন্য জীবনে রং ফিরিয়ে আনল কমলিনী! মন্দিরে নতুন-কমলিনীর আবেগঘন মুহূর্ত! ডল নয়, কমলিনীই চিরসখা! নতুনের অকপট স্বীকারোক্তি!

শুধু তাই নয়, আরজি কর হাসপাতালে আন্দোলন নিয়েও মুখ খুলেছিলেন শ্রীলেখা। অভিযোগ, সেই সময় রাজ্য সরকারের বিরোধিতা করায় তাঁর হাতে থাকা একাধিক বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। পরিচালনার কাজ শুরু করতে চাইলেও প্রযোজক পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। তবে মুম্বইয়ে পরিচালক সুধীর মিশ্রের সঙ্গে কাজ করে কিছুটা সম্মান পেয়েছেন বলে জানান শ্রীলেখা। কিন্তু নিজেকে বদলাবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “যেমন আছি তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। একদিন না একদিন ঠিক ফিরব।”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।