স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কমলিনী বৈধব্য সাজ ত্যাগ করেছে, পরনে লাল-সাদা শাড়ি আর সোনার গয়না। পুজোর ডালির হাতে মন্দিরে উপস্থিত হয়েছে জন্মদিন উপলক্ষে। সেখানে নতুনের সঙ্গে দেখা, তারপর দুজন মিলে মা কালীকে পুজো দেয়। একে অপরের হাতে হাত রেখে মন্দির পরিক্রমা করে দুজনে। কমলিনী আর নতুনের চোখের দিকে তাকিয়েই হারিয়ে ফেলে মুহূর্ত।
সবকিছুই ঠিক চলছিল, হঠাৎ করে কুর্চির ডাক শুনতে পায় কমলিনী। জ্ঞান ফিরতেই কমলিনী বুঝতে পারে, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কুর্চি কমলিনীকে তৈরি হয়ে নিতে বলে প্রতিবছরের মতো মন্দিরে যাওয়ার জন্য। কমলিনীর একদম ইচ্ছা না থাকলেও, কুর্চির অনুরোধে সে রাজি হয়। কুর্চি বলে, প্রতিবছরের মতো আজও হয়তো মন্দিরে নতুন অপেক্ষা করবে কমলিনীর জন্য।
কমলিনীও বলে, প্রতিবছর কেউ তার জন্মদিন মনে রাখুক, বা না রাখুক নতুন ঠিক মনে রাখবে। হিমালয়ের চূড়া যেমন সবাই ছুঁতে পারে না, তেমন কিছু মানুষ এতটাই পবিত্র হয় যাদের কেউ ছুঁতে পারে না নতুন তাদের মধ্যে একজন বলে মনে করে কমলিনী। কুর্চি এবার নিজের আবদার রাখে কমলিনীর সামনে, এতদিন যাঁর জন্য সাদা কাপড় পড়ে বিধবা সেজেছিল সে-ই যখন প্রতারক, এবার নিজের জীবনের রং ফিরিয়ে আনতে হবে তাকে।
কমলিনী জানায়, এই অনুরোধ নতুনও অনেক আগে করেছিল। তখন সেই কথা না শুনলেও, জন্মদিনের দিন নতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রথা ভেঙে বৈধব্য জীবন শেষ করবে সে। এরপর দেখা যায় মিঠি আর নতুন আগে থেকেই মন্দিরে কমলিনীর অপেক্ষা করছিল। মিঠি বাড়িতে হবার প্রত্যেকটা অপমানের জন্য নতুনের কাছে ক্ষমা চায়। আর কথা দিতে বলে কোনদিনও যেন তাদের ছেড়ে না যায়।
আরও পড়ুনঃ “আমার মতো অভিনেত্রী হাত পেতে ভিক্ষা করবে না!” “আমায় সুবিধামতো চালানো যায় না, তাই ডাকে না” — ক্ষোভে জর্জরিত পাপিয়ার টলিউডকে স্পষ্ট জবাব! রাজনীতি নয়, আবার পর্দায় ফিরতে চান পাপিয়া অধিকারী!
তারপর সেখানে কমলিনী আর কুর্চি উপস্থিত হয়। হঠাৎ করে নতুনকে দেখে কিছুটা অবাক হয় কমলিনী। আসলে এবছর যে নতুন আগের মতোই তাঁর জন্মদিন নিয়ে সমান উৎসাহী, আশা করেনি কমলিনী। নতুন জানায়, এই কয়েকদিনে যা কিছুই ঘটুক না কেন, তার কাছে কিছুই পাল্টায়নি। ডলকে কি কারণে বিয়ে করতে চেয়েছিল সে, এটা জানলে কমলিনী তাঁকে আরেকটু ভালোবাসতো— নতুনের এই অকপট স্বীকারোক্তি দিয়েই শেষ হয় পর্বটি।