বিয়ের পর জীবনযাত্রায় বদল আসা অস্বাভাবিক নয়। কিন্তু শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) ক্ষেত্রে এই বদল যেন নিজস্ব একটা ছন্দে এগোচ্ছে। বিয়ের আগেও শিবরাত্রির পুজো করতেন, তবে এখন শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে শিবপুজো করছেন। কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) সঙ্গে বিয়ের পর থেকেই প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালছেন অভিনেত্রী, খাচ্ছেন নিরামিষ। সংসার, পুজো, অভিনয়— সব কিছুই চলছে পাশাপাশি।
গত বছর যদিও এই সময়টা ঠিকমতো নিয়ম পালন করতে পারেননি, অন্তঃসত্ত্বা থাকার কারণে। তবে এবছর যেন তা পুষিয়ে দিতে চাইছেন তিনি। শুধু নিরামিষ আহার বা শিবপুজোই নয়, শ্রীময়ী মানছেন আরও এক বিশেষ নিয়ম! এই সময় অনেক বিবাহিত মহিলার মতো শ্রীময়ীও হাতে সবুজ কাচের চুড়ি পরেছেন। যদিও নিজেই জানালেন এর পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ তিনি জানেন না। তবু বিশ্বাস করেন, এই চুড়িই নাকি সৌভাগ্যের প্রতীক।
তাঁর কথায়, সবুজ চুড়ি পরলে নাকি শিব ও পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। উল্লেখ্য, শ্রীময়ী-কাঞ্চনের সংসার বরাবরই আলোচনার কেন্দ্রে। তাঁদের বাড়িতে নানা সময় নানা ধরনের পুজো হয়, বিশেষ করে পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজো তাঁরা নিয়ম করে করেন। শ্রীময়ী বলেন, তিনি কঠোর নিয়ম না মানলেও নিজের মতো করে যতটা পারেন, চেষ্টা করেন নিয়ম মানার। এখন ছোট্ট মেয়েকেও পুজোতে নিয়ে বসেন ভক্তির পাঠ দিতে।
এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় দম্পতিকে। একটি জনপ্রিয় বাংলা গেম শো-তে অংশ নিতে চলেছেন তাঁরা, এমনই গুঞ্জন টলিপাড়ায়। শুধু শ্রীময়ী-কাঞ্চনই নন, আরও বেশ কিছু জনপ্রিয় সেলেব জুটি থাকবেন সেখানে। দাম্পত্য জীবনের নানা অজানা কাহিনি উঠে আসবে দর্শকদের সামনে। তবে এখনই এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বলেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই।
আরও পড়ুনঃ “জীবনে যাদের সঙ্গে থেকেছি, তাঁরা শুধু প্রেমিকা বা স্ত্রী নয়, সবচেয়ে আগে বন্ধু ছিল।” “প্রেম নয়, আগে চাই বোঝাপড়া!”— দুই বিয়ের পর প্রেমিকা আলোকবর্ষার সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে তথাগত খুঁজে পেলেন জীবনের দর্শন!
যদিও প্রকাশ্যে কিছু না বললেও, তাঁরা দু’জনেই জানিয়ে দিয়েছেন— এমন প্রস্তাব এলে রাজি থাকবেন। কাঞ্চন জানিয়েছেন, তিনি এখনও কোনও প্রস্তাব পাননি। তবে এমন কিছু হলে তিনি আগ্রহী, একই মত শ্রীময়ীরও। সব মিলিয়ে, পুজো-পাঠ হোক বা রিয়্যালিটি শো, একসঙ্গেই সবকিছু উপভোগ করছেন এবং ভালো সময় কাটাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় জুটি।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।