প্রকৃতির টানে শহরের কোলাহল থেকে মাঝে মাঝেই সরে যেতে চান ‘তথাগত মুখোপাধ্যায়’ (Tathagata Mukherjee)। বর্ষার সবুজে মোড়া জঙ্গল, বৃষ্টিভেজা গাছপালা আর জীবজন্তুদের মুক্ত বিচরণ— এসব যেন অভিনেতা-পরিচালকের মনে অন্য রকম প্রশান্তি এনে দেয়। তাঁর সাম্প্রতিক ভ্রমণ ডেস্টিনেশন ছিল কাজিরাঙা। জন্মদিন উপলক্ষে এই ট্রিপের পরিকল্পনা করেছিলেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকা ‘আলোকবর্ষা বসু’ (Alokbarsha Bose)।
এই সফর শুধুই ঘোরাঘুরি ছিল না, বরং একান্ত মুহূর্তে নিজেদের আরও ভালো করে চিনে নেওয়ার সুযোগ বলেও মনে করেন তথাগত। জীবনের প্রথম উত্তর-পূর্ব ভারত সফরে প্রেমিকার সঙ্গেই পা রাখলেন তিনি। তার আগ পর্যন্ত তাঁদের একসঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা ছিল রাজ্যসীমার মধ্যেই। তাই অসমের গহিন অরণ্যে সময় কাটানো যেন হয়ে উঠল একেবারে ভিন্ন স্বাদে মোড়া এক যাত্রা। তথাগত জানালেন, কাজিরাঙা জায়গাটার একটা অন্য অনুভূতি আছে।
এটা এমন একটা জায়গা যেখানে প্রাণীদের প্রকৃত পরিবেশে দেখা খুব কঠিন নয়, কিন্তু বাঘ দর্শন একেবারেই ভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যই ঘটেছে তাঁদের ক্ষেত্রে। এমন অভিজ্ঞতা যেকোনও ঘুরে বেড়াতে ভালবাসা মানুষের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে। আর তা যদি হয় প্রিয়জনের সঙ্গে, তবে তার রঙ নিঃসন্দেহে আরও গাঢ়। তবে এই সফরের সবচেয়ে বড় দিক ছিল একেবারে অন্য। আলোকবর্ষার সঙ্গে তাঁর বোঝাপড়ার এক নতুন দিকের উন্মোচন হয়েছে এই সফরে।
তথাগতর মতে, ভ্রমণের গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি জরুরি সঙ্গে কে রয়েছেন। আলোকবর্ষার বয়স কম, তাই ভ্রমণ নিয়ে তাঁর উৎসাহ, উদ্দীপনা ও কৌতূহল অনেক বেশি। যেখানেই যান, সেখান থেকে নতুন কিছু শেখার, জানার আগ্রহ তাঁকে সবসময় এগিয়ে রাখে। আর সেই প্রাণশক্তি তথাগতকেও ছুঁয়ে যায়। এদিন তাঁর আগের সম্পর্কগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুনঃ “অন্য মহিলার সঙ্গে থাকি, এটা প্রমাণ করুক — আমি সরকারি চাকরি ছেড়ে দেব!” — অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর অভিযোগে এবার সোশ্যাল মিডিয়ায় বি’স্ফো’রক স্বামী অরিন্দম চক্রবর্তী!
তাঁর কথায়, শুধু প্রেমের সম্পর্ক নয়, একসঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে মানসিক মিল থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, “জীবনে যাদের সঙ্গে থেকেছি, তাঁরা শুধু প্রেমিকা বা স্ত্রী নয়, সবচেয়ে আগে বন্ধু ছিল।” ভ্রমণের পথে যদি কখনও মন খারাপ করে, ক্লান্তি চেপে বসে, সেখানেই প্রেমিকার উত্তেজনা তাঁকে টেনে তোলে। এই সফরের শেষে তথাগত যেন নতুন করে খুঁজে পেলেন সম্পর্কের মানে, ভালোবাসার আর একান্ত মুহূর্তের আনন্দ।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।