ট্রোলের চাপেই চূড়ান্ত সিদ্ধান্ত! ‘বুলেট সরোজিনী’ ছেড়েছেন শ্রীময়ী! রাগিনীর ভূমিকায় আসছেন টলিপাড়ার কোন জনপ্রিয় অভিনেত্রী? নাম শুনলে চমকে যাবেন!

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র (Bullet Sarojini) মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তন হয়েছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। মা হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম কাজ। গম্ভীর এবং আধিপত্যশালী নারী ‘রাগিনী’ চরিত্রে তাঁকে কাস্ট করা হয়েছিল। ধারাবাহিকের প্রথম প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল তৈরি হয়, ইতিমধ্যেই একমাস পূর্ন করার পথে ধারাবাহিকটি। আর তার মাঝেই গুরুত্বপূর্ণ খবর, রাগিনী চরিত্র থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী!

গত ৩১ মে, সমাজ মাধ্যমে একটি পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান অভিনেত্রী। যদিও নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তিও দিয়েছেন শ্রীময়ী। তাঁর বক্তব্য, সমবয়সী চারজন ছেলে-মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে তিনি এখনও প্রস্তুত নন। তাই সম্মানের সঙ্গে চরিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিচালকের প্রতি শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া, জানান তিনি। তবে এই হঠাৎ সিদ্ধান্তে যে সমস্যায় পড়তে হয়েছে ‘বুলেট সরোজিনী’র টিমকে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

Actress Change

তবে এর সঙ্গে আরও একটি দিক নিয়েও দর্শকমহলে জল্পনা তুঙ্গে। অনেকেরই মত, ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই শ্রীময়ীর অভিনয় নিয়ে শুরু হয়েছিল ট্রোল আর কটাক্ষের বন্যা। সমাজ মাধ্যমে তাঁকে রাগিনী চরিত্রে একেবারেই মানানসই লাগছে না বলে মন্তব্য করেছিলেন অনেকেই। কেউ কেউ তো প্রশ্ন তুলেছিলেন, “এই চরিত্রে এমন দুর্বল পারফরম্যান্স কেন?”এই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়াই কি তাঁকে প্রভাবিত করেছিল?

যদিও শ্রীময়ী নিজে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি, তবে বেশিরভাগ নেটিজেনের ধারণা, এই বিতর্কই হয়তো তাঁর সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। এদিকে ধারাবাহিকের গতি থামিয়ে রাখতে চাননি নির্মাতারা। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই রাগিনী চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন ‘মল্লিকা বন্দ্যোপাধ্যায়’ (Mallika Banerjee) । নির্মাতার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে, খুব শিগগিরই শুরু হবে তাঁর অংশের শ্যুটিং।

আরও পড়ুনঃ “সব ভালোবাসার পূর্ণতা হয় না। তাতেই তার সৌন্দর্য, ঠিক যেমন রাধা-কৃষ্ণ!”— টিআরপির শীর্ষে উঠে এলেও বিতর্ক পিছু ছাড়ে না! ‘চিরসখা’র সাফল্য ও সমালোচনা নিয়ে খোলাখুলি বললেন কমলিনী-স্বতন্ত্র!

শ্রীময়ী সরে যাওয়ায় যে প্রাথমিক ধাক্কা ছিল, তা কাটিয়ে প্রোডাকশন দ্রুতই ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। তবে এখন সবার চোখ মল্লিকার দিকেই। তিনি কি পারফর্মেন্স দিয়ে দর্শকের ক্ষোভ কমাতে পারবেন? নাকি রাগিনী চরিত্র ঘিরে ট্রোল-সমালোচনা চলতেই থাকবে? শ্রীময়ীর এই সিদ্ধান্ত নিয়ে যেমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেমনই নতুন রাগিনীর আগমনও দর্শক মহলে তৈরি করছে নতুন কৌতূহল।

You cannot copy content of this page