“কৃষভি সুন্দরী মহিলাদের খুব ভালোবাসে, সুন্দরীদের দেখলে খুশি হয়!”— বেফাঁস মন্তব্যে বিপাকে শ্রীময়ী! “কাঞ্চনের বাইরের রূপ-ই শুধু পায়নি কৃষভি, আত্মাও বাপের মতো!” “ভুল করে স্বামীর গুণটা গেয়ে দিলো শ্রীময়ী!”— ক’টাক্ষ’বিদ্ধ অভিনেত্রী!

গতকাল ছিল দীপান্বিতা অমাবস্যা, আর এই দিনেই হয়ে থাকে মা কালীর আরাধনা। পুজো ঘিরে প্রস্তুতি থাকে তুঙ্গে, সেটা সাধারণ মানুষ হোক কিংবা তারকারা। টলিপাড়ার টেন্ড সেটার জুটি শ্রীময়ী-কাঞ্চনের বাড়িতেও হয় কালীপুজো। খুঁটিনাটি জানতে আসেন অনেক সাংবাদিকরা আর এবার তো বিশেষ আকর্ষণ ছিল তাঁদের মেয়ে কৃষভি। বরাবরই মা শ্রীময়ী (Sreemoyee Chattoraj) কাঞ্চনের (Kanchan Mullick) বাড়ির কালীপুজোয় সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন।

চার বছর আগেই যখন তিনি কাঞ্চনের সঙ্গে সম্পর্কে জড়াননি, তখন থেকেই পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এবছর পুজো আরও বিশেষ কারণেই— মেয়ে কৃষভির প্রথম দীপাবলি। এ যেন এক অন্যরকম উচ্ছ্বাস, অন্যরকম অনুভব। নিজের হাতে ভোগ রান্না করা থেকে শুরু করে অতিথিদের যত্ন, সবটাই সামলেছেন তিনি এবং কাঞ্চন একসঙ্গে। অথচ সেই আনন্দময় পরিবেশেই ঘটে গেল এই বিতর্কের জন্ম! এবার কোন বেফাঁস মন্তব্যে নিজের দিকেই কটাক্ষের ঝড় টেনে আনলেন ?

প্রসঙ্গত, নবজাতক শিশুর নানা রকম অভিব্যক্তি অনেক সময় মজার, আবার অনেক সময় সেগুলো ঘিরে তৈরি হয় অপ্রত্যাশিত বিতর্ক। ঠিক তেমনটাই ঘটেছে, সম্প্রতি শ্রীময়ী চট্টরাজকে ঘিরে। দীপাবলির সন্ধ্যায় কোলের ১১ মাসের শিশু কৃষভিকে নিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি হেসে হেসে বললেন, “কৃষভি সুন্দরী মহিলা দেখলে খুব ভালোবাসে। সুন্দরী মেয়েদের দেখলে খুব খুশি হয়, ছেলেদের দেখলেই মুখ গোমড়া করে নেয়।” এখন কথা হল, এই কথা শুনে আশেপাশের কেউ যদি একটু হেসে নেয়, সেটা স্বাভাবিক।

কিন্তু সমাজ মাধ্যম তো আর চুপ করে বসে থাকার জায়গা নয়! সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা, মিমের ঢল আর টানটান ট্রোলিং শুরু। সমালোচনার বড় অংশটাই এসেছে শ্রীময়ীর স্বামী কাঞ্চন মল্লিকের অতীত ঘিরে। যেহেতু তাঁর আগেও দু’বার বিয়ে হয়েছে এবং একাধিকবার তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে, তাই নেটিজেনরা মনে করছেন, শ্রীময়ীর মুখ ফসকে নাকি বেরিয়ে এসেছে কাঞ্চনের “রুচির প্রতিফলন”। কেউ কেউ সরাসরি কটাক্ষ করে লিখেছেন, “ভুল করে স্বামীর গুনটা গেয়ে দিলো শ্রীময়ী!”

আরও পড়ুনঃ বিয়ের পর অভিনয় ছেড়ে বিদেশেই গড়ে তুলেছেন শান্তির সংসার! দু’বছর পর মাতৃত্বের সুখবর দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়! অভিনেত্রীর ছেলে হল না মেয়ে?

একজন বলছেন, “মানে কাঞ্চনের বাইরের রূপ-ই শুধু পায়নি কৃষভি, আত্মাও বাপের মতো!”। অন্যজন বলছেন, “দেখতেও বাপের মত, শুধু বড় হয়ে স্বভাবটা বাবার মত পেলে, ব্যাস সোনায় সোহাগা… বাবা যেমন একটি সুন্দরী মেয়েদের দেখতে ভালোবাসেন! মেয়েও তেমনি হয়েছে।” অভিনেত্রী হিসেবে যতই সাবলীল হোন, বাস্তবে মঞ্চে মুখ ফস্কে বেরিয়ে যাওয়া একটা কথাই যথেষ্ট। তার উপর কাঞ্চন মল্লিকের অতীত তো কারো অজানা নয়-দুটি বিয়ে, সম্পর্ক নিয়ে বিতর্ক, আর সেই বিখ্যাত “সুন্দরী মেয়েদের প্রতি দুর্বলতা”। তাই এক লহমায় অনেকেই ধরে নিয়েছেন, কৃষভির এমন আচরণ জেনেটিক!