ওয়েব সিরিজে সাফল্যের পর ছোট পর্দায় প্রত্যাবর্তন! ‘মন ফাগুন’এর পরে আবার ধারাবাহিকে ফিরছেন সৃজলা গুহ! দর্শকমহলে জল্পনা তুঙ্গে! শুরু হচ্ছে নতুন প্রেমকাহিনি? এবার কোন চরিত্রে তিনি?

বাংলা টেলিভিশনে তাঁর প্রথম ধারাবাহিকেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ‘সৃজলা গুহ’ (Srijla Guha)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ (Mon Phagun) দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয় জীবন। ‘শন ব্যানার্জি’র (Sean Banerjee) সঙ্গে জুটি বেঁধে প্রথম ধারাবাহিক এতটা সফল হওয়ার পরে দর্শকের অপেক্ষা করেছিলেন পরবর্তীতে আরও নতুনত্ব চরিত্রে তাকে দেখা জন্য। কিন্তু এতটা জনপ্রিয়তার পরেও তিনি ছোট পর্দায় আর কাজ করেননি।

তবে শুধু জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা হিসেবে নয়, অভিনয়ের প্রতি একাগ্রতা ও চরিত্রের গভীরতা নিয়ে বরাবরই সিরিয়াস থেকেছেন সৃজলা। তাই ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়ে ডিজিটাল পর্দার মাধ্যমে নতুন ধারার চরিত্র বেছে নিয়েছেন তিনি। একাধিক বাংলা ওয়েব সিরিজে কাজ করে নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি নতুন সিরিজ ‘বাতাসে গুনগুন’।

সেখানে অভিনেত্রী একটি ধূসর চরিত্রে অভিনয় করছেন, এক কথায় যাকে বলে প্রেমে পাগল। ‘বাতাসে গুনগুন’-এর চরিত্র নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। সিরিজে তাঁকে এক অসুস্থ সম্পর্কের আবর্তে ঘুরতে থাকা প্রেমিকার চরিত্রে দেখা যাবে। ট্রেলারে তাঁর অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন নজর কেড়েছে দর্শকদের। সিরিজে তাঁর অভিনয় নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসাও হয়েছে যথেষ্ট। নেটের মাধ্যমে সবাই বলেছেন এমন চরিত্রে সৃজলাকে ছাড়া মানাতো না!

তাঁর পরিণত অভিনয় দেখে অনেকেই বলছেন, ‘মন ফাগুন’-এর মিষ্টি ‘পিহু’ অনেকটাই ম্যাচিওর হয়ে ফিরছেন। তবে এবার টেলিমহলে গুঞ্জন ছড়িয়েছে, আবার নাকি ছোট পর্দায় ফিরছেন সৃজলা। এই খবর প্রকাশে আসতেই সমাজ মাধ্যমে অগণিত ভক্তদের আলোচনা শুরু হয়েছে নতুন করে। সবার উৎসাহ দেখার মত, কিন্তু কিছুদিন আগেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি ছোট পর্দায় তিনি ফিরছেন না।

আরও পড়ুনঃ  “বৌমা আমার একটা খোঁজ নেয় না, দেখাও করতে আসে না”— মুখ খুলেই বি’স্ফো’রণ শাশুড়ি মায়ের! শাশুড়ির মুখে ‘জগদ্ধাত্রী’র মেহেন্দি তথা বৌমা ঋতুরাইয়ের অজানা দিক! শুনে চমকে গেলেন দর্শক!

তবে এই গুঞ্জন কী মিথ্যে? একেবারেই নয়, ছোট পর্দায় তিনি ফিরছেন তবে কোনও ধারাবাহিকে নয়! বরং জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। সম্ভবত রথযাত্রার বিশেষ পর্বে তাকে দেখা যাবে। আর সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই সেই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। তার প্রমাণও মিলেছে অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে। ধারাবাহিক নাই-বা হোক, ছোট পর্দায় তাঁকে আবারও দেখতে পাওয়ায় খুশি দর্শকরা।

You cannot copy content of this page