মাত্র ১১ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক বরণ! কেন?

ছোটপর্দায় দর্শকদের মধ্যে তিথি আর রুদ্রিককে নিয়ে উত্তেজনা থাকলেও TRP-র তালিকায় অনেকটা পিছিয়ে পড়েছে স্টার জলসার ধারাবাহিক বরণ। নতুন ধারাবাহিকের আগমনের খবরের পর এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিক নাকি বন্ধ করে দেওয়া হবে।

যদি স্টার জলসার ধারাবাহিক বন্ধ হয়ে যায় তাহলে তো মাত্র ১১ মাসের মাথাতেই বন্ধ হয়ে যাবে বিখ্যাত বাংলা চ্যানেলের কোন ধারাবাহিক। এর আগে TRP কম থাকায় রাত ৮টার স্লট থেকে সরিয়ে এই ধারাবাহিককে জায়গা দেওয়া হয়েছিল বিকেল ৫.৩০ টার স্লটে। সূত্রের খবর অনুযায়ী, এবার আর স্লট পরিবর্তন করা হচ্ছে না, বরং বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক।

স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক গোধূলি আলাপ। লোকজনের অনুমান হয়তো সেই কারণেই বরণ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও নতুন ধারাবাহিক গোধূলি আলাপের জায়গা হবে প্রাইম টাইমে। প্রাইম টাইমের স্লটের পুরনো কোন ধারাবাহিককে নিয়ে হয়তো ভরাট করা হবে বরণ ধারাবাহিকের স্লট।

You cannot copy content of this page