কৃষ্ণকলি শেষ হতেই ভোল বদলে গেছে তিয়াসার, দুঃখে পাগল হয়ে পথে পথে ঘুরছেন স্বামী সুবান রায়! ব্যাপারটা কী?
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল কৃষ্ণকলি।মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিয়াসা রয়। দীর্ঘদিন ধরে তাকে দর্শকরা শ্যামার চরিত্রে দেখেছে, এবার তাকে মানুষ দেখছে রান্নাঘরের সঞ্চালিকা হিসাবে। শান্তশিষ্ট বাঙালি মেয়ে থেকে আধুনিকা তিয়াসা কে দেখে একটু হলেও চমকে গেছেন সকলে।তবে এবার তার স্বামী সুবান রায় সম্পর্কে এমন কিছু জানানোর একটি বেসরকারি সংবাদমাধ্যমে যা জানতে পেরে হৈ হৈ পড়ে গেছে সকাল থেকেই।
তিয়াসার স্বামী সুবান রায় নিজেও একজন অভিনেতা। ধারাবাহিক ‘দেবী’র ‘রাজু’ চরিত্রে দেখা যায় তাকে।আর এবার একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুবান জানালেন যে তার সঙ্গে তিয়াসার সম্পর্ক খুব একটা ভালো নেই। দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ হয় নি ঠিকই কিন্তু একে অপরকে আগলে রাখা টা বন্ধ হয়ে গেছে। সরাসরি বিচ্ছেদ হয়েছে এটা কিন্তু তিনি বলছেন না তবে কোথাও গিয়ে বাজছে বিচ্ছেদের সুর।
তিনি জানাচ্ছেন যে আগে তিয়াসাকে তিনি আগলে আগলে রাখতেন কারণ তিয়াসা ইন্ডাস্ট্রির কিছুই বুঝতো না। কিন্তু এই যে এখন তিয়াসা একা একা বেড়াতে বেরিয়ে যাচ্ছেন তার থেকে সুবানের মনে হয়েছে যে তিনি এখন বড় হয়ে গেছেন আর তাকে আগলাতে হবে না।
স্ত্রীকে রাজনীতির মঞ্চে দেখতে চান সেই প্রশ্নের উত্তরে ও যেন কেমন একটা ছাড়া ছাড়া উত্তর দিলেন অভিনেতা। তিনি নিজে জানালেন যে রাজনীতি তিনি ভালোবাসেন না কিন্তু যদি তিয়াসার ইচ্ছে হয় তাহলে তিনি মোটেও বাধা দেবেন না। তাই সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে দুজনে কোথাও এক হলেও বিচ্ছিন্নটা হয়েই গেছেন মানসিকভাবে।