‘ইন্দিরা গান্ধী’র চরিত্রে অভিনয় করলে, শুভশ্রী কাঁপিয়ে দেবেন দর্শককে! নায়িকাকে নিয়ে অকপট নেতা পার্থ ভৌমিক! তবে কী এবার স্বামীর সঙ্গে তাল মিলিয়ে রাজনীতির মঞ্চে দাঁড়াবেন শুভশ্রী?

শুভশ্রী গঙ্গোপাধ্যায়—টলিপাড়ার গ্ল্যামার কুইন, আবার ঘর সামলানো আদর্শ বৌমা। নায়িকার জন্মদিনে ওকে নিয়ে লিখতে বসে সত্যিই মুশকিল! কারণ শুভশ্রী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও দারুণ এক ব্যক্তিত্ব। পরিচালক-রাজনীতিবিদ রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে আরও বাড়িয়ে দিয়েছে মানুষের কৌতূহল। কিন্তু খ্যাতি আর আলোয় মোড়া এই নায়িকার আর এক রূপ খুব কম মানুষই চেনেন—বাড়ির মানুষের প্রতি তাঁর নিখুঁত যত্ন।

শাশুড়ির প্রতি শুভশ্রীর টান তাঁর চারিপাশে থাকা প্রত্যেকেই দেখেছেন। হালিশহরের বাড়িতে কোনও পুজো হোক বা পরিবারের জমায়েত—শাশুড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা, নজর রাখা—এ যেন তাঁর স্বভাব। নায়িকা বৌমা হয়েও তিনি পরিবারের সঙ্গে এমনই সুন্দর সম্পর্ক গড়ে তুলেছেন, যেন বৌমা নয়—একদমই মেয়ে! পর্দার গ্ল্যামারিক মুখ ও বাস্তব জীবনের এই শান্ত-নিবেদিত শুভশ্রীকে একসঙ্গে মেলানো সত্যিই অবাক করে দেয়।

তার পরে আসে মা শুভশ্রী। ইউভান-ইয়ালিনির মা হয়ে অভিনয়ের দুনিয়া, ব্যস্ত শিডিউল সামলেও সন্তানের প্রতি পূর্ণ মনোযোগ—এ যেন তাঁর দ্বিতীয় স্বভাব। শুটিং ফ্লোরে থেকেও ফোনে খোঁজখবর—‘খেয়েছে তো?’, ‘ঘুমিয়েছে তো?’—এই সব! সন্তানদের সঙ্গে যেন সঙ্গীর মতো। আধুনিক সময়ের ‘পারফেক্ট মা’ বলতে যা বোঝায়, শুভশ্রী তারই রূপ।

অভিনেত্রী হিসেবে তাঁর প্রতিভা নিয়ে নতুন করে কিছু বলার নেই। রোম্যান্স থেকে থ্রিলার, কমেডি থেকে ইমোশন—যে কোনও চরিত্রে নিজেকে ভাসিয়ে দিতে পারেন তিনি। মঞ্চেও তাঁকে দেখতে আকুল অনেকে। চরিত্রকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা তাঁকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়।

আরও পড়ুনঃ “কালো শাড়ি পরা মেয়েটা একদম হি’জ’ড়া!” বন্ধুকে তীব্র অপমান নেটিজেনদের “অর্জুনকেও ‘বৃহন্নলা’ সাজতে হয়েছিল, মহাভারতের ইতিহাস ভুলে যাবেন না!” কটা’ক্ষকারীদের আয়না দেখালেন অভিনেত্রী এলফিনা মুখার্জি!

তবে সবচেয়ে বড় প্রশ্ন—শুভশ্রী কি কখনও রাজনীতিতে আসবেন? স্বামী রাজ যখন সক্রিয় রাজনীতির মুখ, তখন এই প্রশ্ন থাকবেই। কিন্তু নায়িকা রাজনীতি নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেন না। হয়তো নেই কোনও আগ্রহ, হয়তো সঠিক সময়ের অপেক্ষা। তবে একটাই দৃঢ় বিশ্বাস—যদি কোনও দিন পর্দায় ‘ইন্দিরা গান্ধী’র চরিত্রে অভিনয় করেন, শুভশ্রী কাঁপিয়ে দেবেন দর্শককে। তখন প্রমাণ হবে—নায়িকা শুধু সুন্দরী নন, শক্তিশালী চরিত্রেও তিনি সমান দক্ষ।