ইন্ডাস্ট্রিতেই নিজের সহকর্মীদের কাছে কটা’ক্ষের শিকার ঋজু বিশ্বাস! ‘ইউ লুক বিউটিফুল ইন শাড়ি’ ঋজুর মন্তব্য দিয়ে সুদীপের প্রশংসায় মাতলেন স্ত্রী অনিন্দিতা! নতুন করে হইচই টলিপাড়ায়

টলিউড অভিনেতা সুদীপ সরকার আবারও খবরের শিরোনামে। ধারাবাহিক ‘ফুলকি’তে তাঁর নারী সাজের ছবি একসময় ভাইরাল হয়েছিল। মাসখানেক পর সেই ছবিই আবার নতুন করে চর্চায় এসেছে। কারণ, ছবির নিচে তাঁর স্ত্রী, অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী-র মজার মন্তব্য— “শাড়িতে সুন্দর দেখাচ্ছে তোমায়!” এই কথাটাই মুহূর্তে হইচই ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়।

দু’জনের এই রসিকতা দেখে নেটিজেনরা মেতে উঠেছেন হাসিতে। অনেকেই বলছেন, এই মন্তব্য যেন অভিনেতা ঋজু বিশ্বাসের ‘শাড়ি বিতর্ক’-এর কথা মনে করিয়ে দিল। কারণ, ঋজু প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা মেয়েদের প্রশংসা করেন। তাই অনিন্দিতার এই মন্তব্য যেন মজার ছলে সেই বিতর্ককেই আরও একবার উস্কে দিল বলে মনে করছেন অনেকে।

এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুদীপ বলেন, “আমার বৌ খুবই সাহসী আর খোলা মনের। ওর সামনে কেউ আমাকে এ রকম কথা বলার সাহস দেখাবে না! একেই বলে ঘরের শত্রু বিভীষণ!” তাঁর এই মন্তব্যে সবাই হেসে উঠেছেন। অভিনেতা আরও বলেন, “অনিন্দিতা মজা করেই বলেছিল, কিন্তু দেখলাম ব্যাপারটা বেশ ভাইরাল হয়ে গেল।”

আরও পড়ুনঃ মানবিক দেব! এক টাকাও রাখলেন না নিজের কাছে! ‘রঘু ডাকাত’ ইভেন্টের সব টাকা ফেডারেশনের হাতে তুলে দিলেন মেগাস্টার, মুগ্ধ টলিউড

ছবিতে দেখা যাচ্ছে, পরনে লাল পাড়ের গরদ শাড়ি, গলায় গয়না, ঘাড়ের কাছে আঁচল, আর চুলে খোঁপা। একেবারে নিখুঁত নারী রূপে ধরা দিয়েছেন সুদীপ। দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “আপনাকে না জানলে বিশ্বাসই করতাম না এটা একজন পুরুষ!” আবার কেউ লিখেছেন, “এই সাজে একেবারে মন মাতানো।”

নিজের এই লুক নিয়ে সুদীপ বলেন, “এই রূপে সাজতে ভীষণ পরিশ্রম লেগেছিল। সকাল সকাল কলটাইম দেওয়া হত শুধু সাজতে। ঘুম চোখে মেকআপ চেয়ারে বসতাম।” তিনি আরও যোগ করেন, “অনিন্দিতা ভিডিও কলে থেকে সাজে পরামর্শ দিত। ওই সময় ও-ই ছিল আমার আসল গাইড!”