সুদীপার বাড়িতে শো’কের ছায়া! পরিবারের সদস্য নিখোঁজ, ভেঙে পড়লেন অভিনেত্রী! উঠছে নৃ’শং’সভাবে খু’নের অভিযোগ! রহস্য উদঘাটনে আইনের দ্বারস্থ তিনি এবং পরিবার!

অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে (Sudipa Chatterjee) চেনন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। একসময় ‘জি বাংলার রান্নাঘর’-এর মুখ ছিলেন তিনি। আজ তিনি নিজের বুটিক চালান, ইউটিউবে রান্নার ভিডিও করেন, আবার সমাজ মাধ্যমেও যথেষ্ট সক্রিয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই উচ্ছ্বল, প্রাণবন্ত এক নারী। কিন্তু অজান্তেই সুদীপার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর পরিবারের এক সদস্যকে নৃশংস ভাবে ‘খু’ন’ (Murder) করা হয়েছে— অন্তত এমনটাই মনে করছেন সুদীপা নিজে। যাঁর সঙ্গে ছিল তাঁর ভরসার সম্পর্ক, সেই আশ্রয়দাতাই হয়ে উঠেছে সন্দেহভাজন!

শুধু ফাঁকা হয়ে যায়নি অভিনেত্রীর ঘর, মনেও জমেছে তীব্র ক্ষোভ আর অসহায়তা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সেই বেদনা। যেখানে দেখা গিয়েছে একেবারে নিঃসহায় এক মানুষ, যিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন তাকে। কিছুদিন আগেই গিয়েছে দুর্গাপুজো। প্রতিবারের মতো এইবারও তিনি মহা ধুমধামে করে পুজো করেছেন বাড়িতে। সেখানে অতিথি হিসেবে চাঁদেরহাট বসেছিল টলিউড থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এরপরেই বেড়াতে যাওয়ার প্ল্যান হয় তাঁদের।

দুর্গাপুজোর পর বেড়াতে যাচ্ছেন বলে, ক্রেশে রেখে গিয়েছিলেন ভাইজির প্রিয় বিড়ালটিকে। কিন্তু ফিরে এসে জানতে পারলেন, আর কোনওভাবেই পাওয়া যাচ্ছে না ‘গজু’কে! প্রসঙ্গত, কুঁদঘাটের যে ক্রেশে পোষ্যকে রেখেছিলেন সুদীপা, সেখানকার মালিকের দাবি, গজুর মতোই দেখতে আরও একটি পার্শিয়ান বিড়াল ছিল সেখানে। ভুলবশত হয়তো অন্যের কাছে চলে গেছে সুদীপার পোষ্য। এমনকি, ‘গজু’র পরিবর্তে অন্য বিড়াল দিতে চেয়েছেন মালিক। কিন্তু তাতে রাজি নন অভিনেত্রী বা তাঁর পরিবার।

তাঁদের সন্দেহ যে সত্যিটা অন্য কিছু। কেউ কেউ দাবি করছেন, ক্রেশেই হয়তো প্রাণ হারিয়েছে সেই বিড়াল, আর তা গোপন রাখতেই এমন অজুহাত দেওয়া হচ্ছে! উল্লেখ্য, এই ঘটনার পরই ফেসবুক লাইভে সরব হন সুদীপা। তিনি দেখান, ক্রেশের ভেতরের অবস্থা কতটা নোংরা, কীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে একাধিক কুকুরকে ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছে। আরও অভিযোগ উঠে এসেছে যে চেঁচামেচি করলে তাদের মারধর করা হয়। মৃ’ত প্রাণীদের দেহ বাড়ির পিছনেই পুঁ’তে দেওয়া হয় গোপনে!

আরও পড়ুনঃ “উল্টোদিকে মুখ ঘুরিয়ে বসতেন, অন্যের মুখ দেখতে চাইতেন না উত্তম কুমার!” “খুব খুঁতখুঁতে মানুষ, চেনা লোক দেখেও কথা বলতেন না!”— মহানায়ক সম্পর্কে রঞ্জিত মল্লিকের বিস্ফো’রক স্বীকারোক্তি! অভিনেতার আচরণে হতবাক নেটপাড়া!

পাশের বাসিন্দারাও নাকি দুর্গন্ধে টিকতে পারেন না! তবু কোনও ব্যবস্থা নেয়নি ক্রেশ কর্তৃপক্ষ। অবশেষে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে অভিনেত্রী পশুপ্রেমীদের কাছে অনুরোধ জানিয়েছেন একত্র হতে, যেন এমন অন্যায় আর না ঘটে। তাঁর কথায়, “ওই জীবগুলো কথা বলতে পারে না, তাই আমাদেরই আওয়াজ হতে হবে ওদের হয়ে।” এই ঘটনার পর থেকে ‘গজু’র কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি, তবে আশা ছাড়েননি সুদীপা।