সামাজ মাধ্যম এবং টেলিভিশনের পরিচিত মুখ ‘সুস্মিতা রায়’ (Susmita Roy) বেশ কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে, এবার আলোচনায় উঠে এলেন নতুন কিছু ছবি এবং লেখা ঘিরে। মাস দুয়েক আগেই জীবনে বড়সড় পরিবর্তন এসেছে তাঁর। সাংবাদিক স্বামী ‘সব্যসাচী চক্রবর্তী’র (Sabyasachi Chakraborty) সঙ্গে বিচ্ছেদের পর এখন নতুন জীবন শুরু করার পাশাপাশি ব্যবসাতেও সমানতালে নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
সম্প্রতি তাঁর নতুন ব্যবসায়িক উদ্যোগ ‘ক্লিয়ার্কাট’ এর উদ্বোধন উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে দুই হাজার ছেলে মেয়েদের জাতীয় স্তরের মেকআপ আর্টিস্টদের থেকে মেকআপ শেখার ব্যবস্থা করেছিলেন তিনি। তবে সেই দিনের কিছু ছবি-ভিডিওতে তাঁর পোশাক এবং সঙ্গে বডিগার্ড রাখাকে কেন্দ্র করে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সুস্মিতা চুপ থাকেননি, বরং স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন কটাক্ষকারীদের।
সুস্মিতার সেই উত্তর ছিল যথেষ্ট কড়া। তিনি লিখেছিলেন, যারা তাঁর পরিশ্রম এবং লড়াইকে স্বীকৃতি দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ, আর যারা শুধু তাঁর পোশাক নিয়েই ব্যস্ত, তাদের নিয়ে ভাবার মতো সময় নেই তাঁর। বরং তারা ভাবা চালিয়ে যাক আর তিনি উন্নতি করেই যাবেন। তাঁর কথায় স্পষ্ট, তিনি নিজের কাজ ও জীবনের লক্ষ্যে এতটাই মনোযোগী যে অকারণ সমালোচনায় গুরুত্ব দিতে চান না। অনেকেই এই স্পষ্ট জবাব দেওয়ার ক্ষমতাকে প্রশংসনীয় বলেছিলেন।
কিছুদিনের মধ্যেই ফের নেটদুনিয়ায় নতুন ছবির শেয়ার করলেন সুস্মিতা। এই বার তাঁকে দেখা গেল একেবারে ভিন্ন সাজে— সাদা শাড়ি যার পাড় জুড়ে লাল রঙ, সারা শরীরে লাল হৃদয় ছড়িয়ে, সঙ্গে মুক্তোর গয়না ও কপালে লাল টিপ। সহজ অথচ মনকাড়া সাজে তিনটি ছবি ভাগ করে নেন তিনি। কিন্তু ছবির সঙ্গে ক্যাপশনেই ছিল আসল চমক। সুস্মিতা লেখেন, “জীবনের শুরু যেমন শূন্য থেকে, তেমনই শেষও শূন্যে মিলিয়ে যাবে। মাঝখানে রয়ে যাবে শুধুই ভালো-মন্দের অভিজ্ঞতা।”
নিজের বলে আসলে কিছুই থাকে না— এই উপলব্ধিই যেন ফুটে উঠেছে তাঁর লেখায়। তাঁর এই ক্যাপশন দেখে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, এটিই প্রকৃত জীবনচেতনা, আবার কেউ বলেছেন, বাস্তবতা কখনও গল্পের মতো হয় না। একজন অনুরাগী আরও লিখেছেন, প্রিয় জিনিস সব সময় ভাগ্যে মেলে না, তবু জীবনের মানে খুঁজে নিতে হয়। অনেকে আবার তাঁর শক্তিকে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুনঃ “আমি এমনই অভাগা মা…বুকের দুধ শুকায়নি, সেলাই কাটা হয়নি, তবুও মৃ’ত সন্তান নিয়ে কথা বলতে হচ্ছে!”— মাতৃত্বের স্বপ্ন ভেঙে চুরমার, চিকিৎসকের গাফিলতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন সোহিনী-অনির্বাণ! ঘটনার সত্যতা জানিয়ে, অঝোরে কাঁদলেন পুত্র শো’কে!
অন্যদিকে একাংশ তাঁকে কটাক্ষ করছেন, অন্যরা অনুপ্রেরণা হিসেবে দেখছেন। এই লেখাগুলোর ভেতরে স্পষ্ট বোঝা যাচ্ছে, সুস্মিতা শুধু ছন্দ মেলাতেই এই লাইনগুলো লেখেননি, বরং অতীতের কোনও ঘটনা বা ব্যক্তিকে জবাব দিয়েছেন এমন করে। বিচ্ছেদ, সমালোচনা কিংবা জীবনের ওঠাপড়া— হয়তো পুরনো সম্পর্কের ক্ষত কিংবা নতুন জীবনের পথচলাই তাঁর কথায় প্রতিফলিত হচ্ছে, তবে এতটুকু নিশ্চিত যে তাঁর এই উপলব্ধিগুলো ভক্তদের মনে গভীর ছাপ ফেলছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।