বিনোদন জগতের সম্পর্ক অনেক সময়ই নাটকের থেকেও বেশি জটিল হয়ে ওঠে! অভিনেত্রী ‘সুস্মিতা রায়’ (Susmita Roy) এবং ‘সব্যসাচী চক্রবর্তী’ (Sabyasachi Chakraborty) দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকেও শেষ পর্যন্ত আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছু মাস আগে। সুস্মিতার জন্মদিনে শুভেচ্ছার মাধ্যমেই বিচ্ছেদের কথা জানিয়ে দু’জনেই স্পষ্ট করে দিয়েছিলেন, তিক্ততার বদলে সৌহার্দ্য বজায় রেখে তারা নতুন জীবনের দিকে এগোতে চান।
সুস্মিতা নিজে জানিয়েছিলেন, সিদ্ধান্তটি একেবারেই পারস্পরিক এবং ভবিষ্যতেও যেন সবাই সেই সিদ্ধান্তকে সম্মান করেন। তবে, এই বিচ্ছেদের মাঝেই অন্য এক আবেগঘন অধ্যায় সামনে এসেছিল। সব্যসাচীর ছোট ভাই, অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty), যিনি সুস্মিতাকে ভালোবেসে ডাকতেন “কুটনি বৌদি” বলে, তার মন ভেঙে যায় গোটা ঘটনায়। একসময় তিনি সামাজ মাধ্যমে লিখেছিলেন— “ভাল থাকিস রে, তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হবে না!”
এই কথাতেই প্রকাশ পেয়েছিল তাঁর অভিমান আর শূন্যতার কথা। সেই সময়েই স্পষ্ট হয়ে গিয়েছিল, সুস্মিতার সরে যাওয়ায় শুধু দাম্পত্য নয়, পারিবারিক সম্পর্কেও এক অদৃশ্য ফাটল তৈরি হয়েছে। কিছুদিন আগেই সায়ক আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেছিলেন যে, সুস্মিতা তার বৌদি হওয়ার আগে সহকর্মীও ছিলেন, আর ব্যবসার শুরুতে তাঁকে নাকি নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিলেন সায়ক। তাঁর কথায়, কৃতজ্ঞতার বদলে অবহেলাই পেয়েছেন তিনি।
রাখির সময়ও প্রকাশ্যে আক্ষেপ করেছিলেন, সুস্মিতা তাঁকে রাখি পরাতে আসেননি বলে যথেষ্ট কষ্ট পেয়েছেন। এইসব ইঙ্গিতই দেখিয়েছিল যে, কুটনি বৌদিকে নিয়ে এখনও তিনি আবেগী। বৌদি-দেওর আর না থাকলেও, বন্ধু হিসেবে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল তাঁদের সম্পর্ক। কিন্তু সময় কখনও কখনও ভাঙনের মধ্যেও নতুন আলো নিয়ে আসে। আজ সায়কের জন্মদিনে সুস্মিতা সমাজ মাধ্যমে এক বিশেষ ছবি ভাগ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি সায়ককে ভাইফোঁটা দিচ্ছেন।
আরও পড়ুনঃ ৮৫ বছরের বৃদ্ধ আজ নিঃস্ব, অভিশাপের জীবন কাটাচ্ছেন জুবিন গর্গের বাবা মোহিনী মোহন বরঠাকুর! বাবা বেঁচে থাকাকালীন দুই সন্তানের মৃ’ত্যু! প্রথমে অকালেই মেয়েকে, তারপর স্ত্রীকে, এবার ছেলেকেও হারিয়ে– নিঃসঙ্গতার ভারে মৃ’ত্যুমুখে দাঁড়িয়ে তিনি!
ক্যাপশনে লিখেছেন— “শুভ জন্মদিন ভাই!” একসময়ের অভিমানী দূরত্বের পরে এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি আবার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে— “কুটনি বৌদি কি আবার ফিরছেন আগের জায়গায়?” যদিও সুস্মিতা বা সায়ক কেউই এ বিষয়ে বাড়তি কিছু বলেননি, তবুও ছবিটি যেন ইঙ্গিত দিচ্ছে নতুন এক সম্ভাবনার দিকে। অন্তত জন্মদিনের শুভেচ্ছার মধ্য দিয়ে সম্পর্কের ভাঙন নয়, মিলনের ছায়া খুঁজে পাচ্ছেন অনুরাগীরা।