দীর্ঘ বিরতির পরও অটুট জনপ্রিয়তা! ‘জবা’ থেকে ‘পর্ণা’, অভিনয়ের অমলিন ছাপ, এবার নতুন ধারাবাহিকে আরও চড়া পারিশ্রমিক পেতে চলেছেন পল্লবী শর্মা! অভিনেত্রীর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ উঠবে কপালে!

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অভিনেত্রী ‘পল্লবী শর্মা’র (Pallavi Sharma) একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে। ছোটপর্দায় শেষবার ‘নিম ফুলের মধু’তে পর্ণা দত্ত হয়ে তিনি যে অভিনয়ের ছাপ ফেলেছিলেন, তা আজও দর্শকের মনে রয়ে গিয়েছে। তবে, ২০১৬ সালের ‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘জবা’ চরিত্রে তাঁর শক্তিশালী অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল।

সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিলেও, আবারও কামব্যাক করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে দর্শকের ভালোবাসা তাঁর প্রতি একটুও কমেনি। আবার শোনা যাচ্ছে, পল্লবী নতুন ধারাবাহিকে ফিরছেন। ‘গৌরী এলো’ খ্যাত অভিনেতা ‘বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়’-এর সঙ্গে জুটি বাঁধবেন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। এই নতুন ধারাবাহিকে তাঁকে নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে।

অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন এবং পারিশ্রমিক নিয়েও দর্শকের কৌতূহল বরাবরের। তবে, জানেন কি অভিনেত্রী কোন ধারাবাহি কে কত পারিশ্রমিক পেতেন? যখন তিনি ‘কে আপন কে পর’-এ অভিনয় করতেন, তখন প্রতি মাসে পারিশ্রমিক পেতেন আনুমানিক ২০ হাজার টাকা। সেই সময়ের হিসেবে এটি খুব একটা কম নয়! তিনি নিজের প্রতিভায় সেই অঙ্ককেও দ্বিগুণ করে দেখিয়েছে।

পল্লবীর প্রতিভা এবং জনপ্রিয়তার তুলনায় পরে আরও বড় অঙ্ক পাওয়া সময়ের অপেক্ষা ছিল। ‘নিম ফুলের মধু’-তে ফিরে এসে পর্ণা চরিত্রে অভিনয় করার সময় সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকায়। এই চরিত্রে পল্লবীর আবেগময় এবং বাস্তবসম্মত অভিনয়ই তাঁকে টিআরপি তালিকারও শীর্ষে নিয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই অনুমান যে, আসন্ন ধারাবাহিকে পারিশ্রমিক আরও বাড়বে।

আরও পড়ুনঃ “ঢাক বাজলেই বুক কেঁপে ওঠে, আবার বুঝি মৃ’ত্যু আসবে!” “২০২২ সাল থেকেই দুর্গাপুজো আমার কাছে আতঙ্কের, আমি পুজোতে থাকি না”— একের পর এক প্রিয়জনকে হারিয়ে দুর্গাপুজো নিয়ে আতঙ্কের আছেন দেবশ্রী রায়!

কারণ অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং আগের ধারাবাহিকের সাফল্য– সবটাই আছে পল্লবীর। আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং এমন এক মুখ, যাকে ঘিরে দর্শকরা প্রতিদিন নতুন করে অনুপ্রেরণা খোঁজেন। তাঁর নতুন ধারাবাহিক কতটা সাড়া ফেলবে, তা সময়ই বলবে। তবে, পারিশ্রমিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তাও আরও বাড়বে, এটা বলাই যায়। আপনাদের পল্লবীর অভিনয় কেমন লাগে?

You cannot copy content of this page