টেলিভিশন পর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় তারকা জুটি হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)। দিন কয়েক আগেই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন শ্বেতা ও রুবেল। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে তে কি উপহার দেবেন তারকা জুটি?
জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেটে কনের সাজে শ্বেতাকে দেখে রুবেল তৎক্ষণাৎ ঠিক করে ফেলেছিলেন এই মেয়েটাকেই বিয়ে করবেন! যদিও তার আগে অবশ্য শ্বেতার চোখে ছিল অন্য কারুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। দীর্ঘ নয় বছরের সম্পর্ক ভেঙে তখন ভেঙে গিয়েছিলাম নায়িকা। তবে শ্বেতার মনের ক্ষত সারান রুবেল।
বিয়ের দিন ছিমছাম সেজেছিলেন শ্বেতা-রুবেল। তার আগে আশীর্বাদের দিন একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র নায়িকা অভিনেত্রী শ্বেতা বেছে নিয়েছিলেন নীল সিল্ক। আর তাতে ছিল সোনালি বুটি। সঙ্গে পরেছিলেন সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা পরেছিলেন অভিনেতা রুবেল। সেদিন ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের জায়গা।
বিয়ের পর হানিমুনের জন্যও ছুটি পাননি জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের প্রধান নায়িকা শ্বেতা। আক্ষেপ করে বলেছিলেন “ও বাবা! ছুটিই দেবে না।” যদিও সময় পেলেই একে অপরের হাত ধরে বেরিয়ে পড়েন তারকা জুটি। বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে তে একসাথে খেতে যাওয়া কিংবা সময় কাটানো চলতই।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! দারুণ শুরু করেও টিআরপিতে তলানিতে, শেষের মুখে জলসার জনপ্রিয় এই মেগা!
কিন্তু এবছর বিয়ের পর প্রথম ভালোবাসার দিবস। অভিনেত্রী বললেন, “আমরা একে অপরকে এত গিফট দিয়েছি, যে এবার কি দেব তা আর বুঝে উঠতে পারছি না।” এখনো পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোন প্ল্যান করেননি জুটি। রুবেল লিখেছেন শ্বেতাই হলেন তাঁর টেডি। শ্বেতাও বললেন, রুবেলই তাঁর মিষ্টি টেডি।