দুঃসংবাদ! দারুণ শুরু করেও টিআরপিতে তলানিতে, শেষের মুখে জলসার জনপ্রিয় এই মেগা!

হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে এসেছে স্টার জলসার “দুই শালিক”(Dui Salik)। খুব কম সময়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এই ধারাবাহিক। দুই বোন আঁখি ও ঝিলিক গল্পের মুখ্য চরিত্র। যেখানে অভিনয় করছেন তিতিক্ষা দাস ও নন্দিনী দত্ত। এদিকে তাঁদের নায়কদের ভূমিকায় রয়েছেন সায়ন বোস যিনি গৌরব কাঞ্জিলালের চরিত্রে অভিনয় করছেন এবং অর্কপ্রভ রায় যিনি দেবার চরিত্রে অভিনয় করছেন। প্রায় একইরকম দেখতে বলে ঝিলিক আর আঁখি একে অপরের রূপ ধরে রয়েছে।

সখ্যতা এবং পারস্পরিক সহযোগিতা গল্পের মূল আকর্ষণ। একে অপরকে সাহায্য করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ঝিলিক ও আঁখি, যা তাদের সম্পর্ককে আরও গভীর ও জটিল করে তুলছে। এই ধারাবাহিকের প্রতিটি দৃশ্যে দর্শকরা দুই বোনের সম্পর্কের নতুন একটি রূপ দেখতে পেয়েছেন, যেখানে বন্ধুত্ব, বিশ্বাস, এবং আত্মবিশ্বাসের সাথে তারা নানান পরীক্ষা দিয়েছে। এই ধারাবাহিকটি গল্পের একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হতে পারে।

স্টার জলসা চ্যানেলটি ধারাবাহিকের ক্ষেত্রে নিয়মিত পরিবর্তন ও নতুনত্ব আনতে সচেষ্ট। নতুন ধারাবাহিকের সম্প্রচারের জন্য চ্যানেলটি প্রায়ই পুরনো বা কম টিআরপি প্রাপ্ত ধারাবাহিকগুলো বন্ধ করে দেয়। এর আগে, টিআরপি কম থাকার কারণে মাত্র ৭ মাসের মধ্যে “বঁধুয়া” ধারাবাহিকটি বন্ধ করা হয়েছিল। রেজওয়ান রব্বানি শেখ এবং নবাগতা জ্যোতির্ময়ী কুন্ডুর অভিনীত এই ধারাবাহিকটি ফেব্রুয়ারি ২০২৪-এ শুরু হয়েছিল এবং সেপ্টেম্বর ২০২৪-এ শেষ হয়।

আরও পড়ুনঃ ‘গান গেয়ে সংসার চালানো এখন অসম্ভব, বদলে যাওয়া সময় মেনে নিতে কষ্ট হয়!’ আক্ষেপ গায়িকা শ্রাবণী সেনের

আবারও শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে ‘দুই শালিক’। এই খবর সামনে আসতেই ক্ষিপ্ত দর্শকমহল। দর্শকদের বক্তব্য এত ভালো গল্প হওয়ার শর্তেও কেন শেষ করে দেওয়া হচ্ছে দুই শালিক। জানা গেছে ক্রেজি আইডিয়াস মিডিয়া খুব শীঘ্রই একটি নতুন ধারাবাহিক আনতে চলেছে স্টার জলসায়। এই প্রোডাকশন হাউসের অধীনে ‘মালা বদলে’র মতো ধারাবাহিক সম্প্রচারিত হয়ে থাকে।

অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নতুনকে জায়গা করে দিতেই শেষ হয়ে যাচ্ছে দুই শালিক। আর সেই কারণেই নাকি তীব্র গতিতে এগোচ্ছে গল্পের মোড়। যদিও অফিসিয়ালি এর কোন তথ্য পাওয়া যায়নি। সেই কারণেই এখনো পাকাপাকিভাবে বলা যাচ্ছে না দুই শালিক আদৌ শেষ হবে কিনা। তবে এই ধারাবাহিকের ভক্তরা একেবারেই চাইছেন না তাদের প্রিয় মেগা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এখন দেখার পালা দুই শালিক সত্যি শেষ হচ্ছে নাকি ঘুরে যাবে গল্পের মোড়, আসবে নতুন চমক।

You cannot copy content of this page