শেষ দেখা আর হল না… হাসপাতালে দাঁড়িয়ে কাঁদছিলেন তাপস, ভেতরে নি’থর মহুয়া! শেষে মহুয়ার পাশে ছিল না কেউ, শুধু বাইরে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা! জুটিতে পর্দা কাঁপিয়েছিলেন, তাকেই শেষবার দেখার অনুমতিও দেওয়া হয়নি! কিন্তু কেন ?

সালটা ১৯৮৫, জুলাই মাস। বোম্বের জনপ্রিয় অভিনেত্রী ‘দিব্যা ভারতী’র জীবনের কয়েক বছর বাকি। বাংলা যেন তার আগেই এই চিত্র দেখে ফেলল! সেই সময় কলকাতার এক হাসপাতালে মৃ’ত্যুর সঙ্গে লড়ছিলেন টলিউডের তৎকালীন জনপ্রিয় নায়িকা ‘মহুয়া রায়চৌধুরী’ (Mahua Roy Choudhury)। বেহলার ফ্ল্যাটে হঠাৎ অ’গ্নিদ’গ্ধ হওয়ার খবর মেলে মহুয়াকে নিয়ে। ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে, আর প্রথম পাতার শিরোনাম হয়ে ওঠেন তিনি। সোনার প্রতিমার মতো চেহারা, ঝকঝকে অভিনয় আর নির্লিপ্ত হাসির আড়ালে এমন পরিণতি—শুনে স্তব্ধ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি।

তবু মহুয়ার এই করুণ পরিস্থিতিতেও থেমে থাকেনি গুজবের ঝড়। টলিপাড়ায় তখন কানাঘুষো, এই অ’গ্নি’কাণ্ড কি দুর্ঘটনা? নাকি আ’ত্মহ’ত্যা? অথবা পরিকল্পিত খু’ন? অনেকেই বলেছিলেন, পারিবারিক অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। আবার কেউ কেউ কল্পনা করেন, তাঁর নাম জড়িয়ে পড়েছিল নানা অভিনেতা-পরিচালকের সঙ্গে, যার জেরেই জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মায় তাঁর। সত্যি যাই হোক, মহুয়ার মৃ’ত্যু ঘিরে রহস্য আজও অমীমাংসিত।

নিশ্চিতভাবে জানা যায়নি সেই দিন রাতে আসলে কী ঘটেছিল তাঁর সঙ্গে। তবে মহুয়ার জীবনটা ছিল সংগ্রামের গল্পে ভরা। ছোটবেলায় সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকে। অভিনয়ের প্রতি ভালোবাসা আর জেদ ছিল তাঁর বড় সম্পদ। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে উঠে এসেছিলেন সেরার তালিকায়। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যেন সবসময়ই তাঁকে তাড়া করে ফিরেছে। গ্ল্যামারের ঝলকের পেছনে থাকা এক নরম, নিঃসঙ্গ মেয়ের গল্প কেউ শুনতেই চায়নি।

তিনি নাকি বরাবর খুব জেদি, নিজের সিদ্ধান্তই সেরা মনে করতেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়েও করেছিলেন তিনি, সেটাই যেন পরবর্তীতে তার পতনের প্রথম ধাপ হয়ে গেল। হাসপাতালের বিছানায় মৃ’ত্যুর সঙ্গে যুদ্ধের মাঝে, মহুয়া নাকি শেষ ইচ্ছা জানিয়েছিলেন তাঁর পরিবারকে—কারও যেন তাঁর অ’গ্নিদ’গ্ধ চেহারা না দেখতে হয়। সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি তৎকালীন সহ-অভিনেতা তাপস পালও মহুয়াকে শেষবারের মতো দেখতে পারেননি!

আরও পড়ুনঃ বাংলা কাঁপিয়ে এবার বলিউডে কি নতুন সফর শুরু করছেন ‘কথা’ ধারাবাহিকের খলনায়িকা, মেঘা দাঁ? শুরু বলিউডে ডেবিউয়ের প্রস্তুতি!

যদিও অনেকক্ষণ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতেন একবার দেখার আশায়। উল্লেখ্য, সেই সময় মহুয়া-তাপস জুটি ঝড় তুলছেন বড়পর্দায়। প্রায় প্রতিটি ছবিই সুপারহিট! তাদের জুটিকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তখন শহরের অলিগলিতে । অবশেষে ২২ জুলাই, ১৯৮৫—টলিউড হারায় তার এক সম্ভাবনাময়ী মহানায়িকাকে। মহুয়ার অকালপ্রয়াণের পরেও থেকে যায় প্রশ্ন আর অসমাপ্ত গল্প। সেই সোনার প্রতিমা আজও বাঙালির স্মৃতিতে জ্বলজ্বল করে।