আবার খবরের শিরোনামে নিজেকে ইন্ডাস্ট্রির ‘লিডিং হিরো’ বলে দাবি করা ‘বনি সেনগুপ্ত’ (Bonny Sengupta)! তবে অভিনয়ের গুণে নয়, বরং নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নেটফ্লিক্সে জিৎ (Jeet) অভিনীত প্রথম প্যান-ইন্ডিয়া সিরিজ “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” (Khakee: The Bengal Chapter) –এ তাকেও একটি চরিত্র অফার করা হয়েছিল। তবে সেই চরিত্রে “তেমন গুরুত্ব” না থাকায় তিনি নাকি কাজটি করেননি। শুনে মনে হচ্ছে যেন বাংলার শাহরুখ খান নিজেই হিরোর অফার বাতিল করে দিয়েছেন!
আসলে বাংলার দর্শকের স্মৃতিতে বনি সেনগুপ্তকে মনে রাখার মতন অভিনয় বা সিনেমার সংখ্যা গোনা যায় একহাতেই। একের পর এক ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়ে, বাংলা সিনেমা হলগুলিকে ফাঁকা রাখার দায় যেন অনেকটাই তাঁর কাঁধে। অথচ ইন্ডাস্ট্রির এই তথাকথিত ‘লিডিং হিরো’ মাঝেমাঝেই এমন সব কথা বলেন, যা শুনে সমাজমাধ্যমের লোকেরা এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে তার দিকে সমালোচনার তীর অবিরত আসতেই থাকে।
বনির এই বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠছে, যে বাংলা ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা পাকা করতে পারেননি, সে কিনা বলছে হিন্দি ইন্ডাস্ট্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। নেটিজেনরা বলছেন, “এমন ব্যর্থতা নিয়ে এত গরিমা দেখানোর কী দরকার?” যে চরিত্রে গুরুত্ব ছিল না বলে তিনি ফিরিয়ে দিয়েছেন, সেখানে দর্শকদের প্রশ্ন, “বনি বাবু, আপনাকে কে বলেছে আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ?”
এমনকি তাঁর প্রেমিকা কৌশানি মুখার্জিও কিছুদিন আগে একই সিরিজ নিয়ে বেফাঁস মন্তব্য করেন। অভিনেত্রী বলেছিলেন তাকেও নাকি মুখ্য চরিত্রের জন্য অফার করা হয় তবে রেমুনারেশনের কারণে নাকচ করেছিলেন। এবার বনি এসে যোগ দিলেন সেই দলে, যেন “খাকি” না করে দু’জনে মিলে খুব পস্তাচ্ছেন! এই মন্তব্যের পর বনিকে নিয়ে টলিপাড়ায় জোর ট্রোল শুরু হয়েছে।
আরও পড়ুনঃ এত বড় অভিযোগ যখন করেছ, তাহলে অভিযুক্তদের নামও নিশ্চয়ই জানো প্রকাশ্যে আনো! অরিন্দম শীলকে চ্যালেঞ্জ জানালেন সুদীপ্তা চক্রবর্তী
কেউ বলছেন, “যে নিজেই ফ্লপ স্ক্রিপ্টে কাজ করে, সে আবার চরিত্রের গুরুত্ব বুঝবে ক” আবার কেউ বলছেন, “অভিনয় নয়, আত্মবিশ্বাসই বনির জীবনের কাল!” সব মিলিয়ে বাংলার ফ্লপের রাজপুত্র হয়ে হিন্দির দরজা নাড়া দেওয়া—এ যেন নিজের ছায়ার সাথেই যুদ্ধ করার নামান্তর! আপনাদের কী মতামত? জানতে ভুলবে না কিন্তু!