এত বড় অভিযোগ যখন করেছ, তাহলে অভিযুক্তদের নামও নিশ্চয়ই জানো প্রকাশ্যে আনো! অরিন্দম শীলকে চ্যালেঞ্জ জানালেন সুদীপ্তা চক্রবর্তী

এই বছরের আগস্ট মাস এলে কলকাতা শহরের তিলোত্তমা কান্ড পা দেবে এক বছরে। গত বছর আগস্ট মাসের তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ সেই ঘটনার কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয় কত শত জনতার। সেই সময় আরজিকর কান্ডের প্রতিবাদে শহরের রাস্তায় রাস্তায় নেমেছিল প্রতিবাদ মিছিল।

এমনকি দেশকে ছাপিয়ে বিদেশের মাটিতেও পড়েছিল এই ঘটনার প্রভাব। দিকে দিকে মোমবাতি মিছিল, অনশন কিছুটা হলেও নাড়া দিয়েছিল শাসক সরকারকে। কিন্তু, আজ অনেকগুলো মাস কেটে যাওয়া সত্ত্বেও এই সময়েকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল।

আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এখন পরিচালক অরিন্দমের মূল বক্তব্য, এই সময় বিনোদন জগতের যে সকল শিল্পী কিংবা অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন তাঁরা সকলেই নাকি ‘অ্যাপিয়ারেন্স ফী’ নিয়েছিল। পরিচালকের কথায় “একটা আন্দোলন হল শহরের বুকে। আর এই আন্দোলনে অনেকেই গিয়ে বসলেন রাস্তায়। যারা সেখানে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স ফী নিয়েছেন। আর এই সব গোপন কথা তাঁদের সঙ্গীরাই এখন বলে বেড়াচ্ছেন। এটা অত্যন্ত লজ্জাজনক”।

অভিনেতা আরও বলেন, “এই অভিযোগ আমার নয়। এটা এখন আমাদের ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আমি নিজে কিছু বলছি না। টালিগঞ্জে কারণ পাতালেই শোনা যাচ্ছে”। পরিচালকের এই মন্তব্য শুনে সমাজ মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। যিনি কিনা সেই সময়ের প্রতিবাদ মিছিলের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছিল সংবাদমাধ্যমে।

সুদীপ্তা পরিচালকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে নিজের বক্তব্য পেশ করেন। অভিনেত্রীর কথায়, “আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে”। অভিনেত্রী আরো বলেন, “এই অভিযোগ যেহেতু তুমি করেছো, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি”।

আরও পড়ুনঃ “অভিনয়টা ঠিক হচ্ছে না, আরো ভালো করে কাঁদতে হবে!” “টাকা নিয়ে গাড়ি বেচে এখন ন্যাকা কান্না কাঁদছে!”— গাড়ি বিক্রি নিয়ে সুকান্ত-অনন্যার কান্না! ‘কুমিরের কান্না’ বলছে নেট পাড়া

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টকে কেন্দ্র করে বহু নেটিজেনরা তাঁদেরকে সমর্থন করেছেন। কারোর কথায়, ‘১৪ ই অগস্ট তারিখে তো ওনাকেও রাস্তায় দেখা গেছিল। উনি কীসের বিনিময়ে গেছিলেন?’। আবার কারোর মতে, ‘অনুরোধ কিসের ??? পরিষ্কার জবাবদিহি করতে হবে’। আরেকজন বলেছেন, ‘কি অবস্থা। ইচ্ছেকৃত ভাবে মানুষের মন ভেঙে দিচ্ছে। ওনার বিবেক, বুদ্ধি সব লোপ পেয়েছে’। কার্যত, অরিন্দম তার বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সমালোচিত হয়েছেন।