ছোটপর্দায় ঝড় তোলা অভিনেত্রী তিতাস ভৌমিক, ‘তোমায় আমায় মিলে’-র ‘কাকলি’ চরিত্রে দুর্দান্ত অভিনয় আজও ভোলা যায় না! বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি? আজ পর্দা ছেড়ে কেন অন্তরাল জীবন? কোথায় আছেন, কী করছেন এখন?

বাংলা টেলিভিশনে নিত্যনতুন ধারাবাহিকের নতুন মুখের ভিড়ে অনেক পছন্দের শিল্পীকে আমরা ধীরে ধীরে ভুলে যাই। কিন্তু ‘তিতাস ভৌমিক’ (Titas Bhowmik) এমন এক অভিনেত্রী, যাঁকে এখনও অনেক দর্শক সস্নেহে মনে রাখেন। কখনও সহ-অভিনেত্রী, কখনও খলচরিত্রে—সব ভূমিকাতেই তিনি সমান দক্ষতায় নিজেকে তুলে ধরেছেন বরাবর। অভিনয়ের বৈচিত্র্য তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা, আর তাঁর পর্দায় উপস্থিতি বহু দর্শকের কাছে হয়ে উঠেছিল আলাদা আকর্ষণ। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও তাঁকে দেখা গিয়েছিল, কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি?

কেরিয়ারের শুরুতেই ‘ভুলে যেওনা প্লিজ’, ‘ঘরে ফেরার গান’, ‘তারে আমি চোখে দেখিনি’ মতো ধারাবাহিকে কাজ করে তিনি নজর কাড়েন। তবে তাঁকে প্রকৃত পরিচিতি এনে দেয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’। সেখানে ‘কাকলি’ চরিত্রে তাঁর খলনায়িকার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। হাসি মুখে ষড়যন্ত্র বুনতে থাকা এক মজাদার অথচ কূট চরিত্রকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, দর্শকরা এখনও সেই চরিত্র ভুলতে পারেন না। পরে ‘জয় বাবা লোকনাথ’ এবং ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

শুধু ধারাবাহিক নয়, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও তিতাস নিজের জায়গা করে নিতে শুরু করেছিলেন। ২০১৫ সালে তিনি ‘কাদম্বরী’ সিনেমায় ‘জ্ঞানদানন্দিনী’র চরিত্রে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয়। এর আগেই দেব ও কোয়েল মল্লিক অভিনীত ‘পাগলু’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। একাধিক সফল কাজের মধ্যে দিয়েই ধীরে ধীরে তিনি হয়ে উঠছিলেন বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শেষবার তাঁকে স্টার জলসার পর্দায় দেখা গিয়েছিল ‘কোড়া পাখি’ ধারাবাহিকে, ‘মেধা’ চরিত্রে। তার পর থেকেই যেন তিনি আড়ালে চলে যান।

ব্যক্তিগত জীবনে তিতাস ভৌমিকের যাত্রাপথও কম চড়াই-উতরাই পেরোয়নি। ২০১৪ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা সমদর্শী দত্তকে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, চার বছর পর ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর কয়েক বছরের ব্যবধানে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেন। ২০২২ সালের মে মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে স্নেহাশিস দাসের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর নভেম্বর মাসের ১৬ তারিখ তিনি মাতৃত্বের স্বাদ পান এবং পুত্র সন্তানের জন্ম দেন, নাম রাখেন কবীর।

আরও পড়ুনঃ “অডিয়েন্স স্টার আমি, দর্শক গালি দিলেও মাথায় তুলে নেব!” “ঈর্ষান্বিত কিছু মানুষ রোজ ফাঁদ পাতছে আমায় ফাঁসানোর, কিন্তু আমি ময়দান ছাড়ছি না বন্ধু!”– ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট, তবে কি আবারও দিতিপ্রিয়ার সঙ্গে নতুন বিতর্কে জড়ালেন জীতু কামাল?

বর্তমানে দিল্লিতেই সংসার জীবন কাটাচ্ছেন তিতাস। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ের পর অভিনয় থেকে সরে দাঁড়ানো ছিল তাঁর অত্যন্ত সচেতন সিদ্ধান্ত। এখন তাঁর কাছে পরিবারই অগ্রাধিকার। যদিও শৈশব থেকে, প্রায় ১৬ বছর বয়সে অভিনয় শুরু করা এই শিল্পীর মনে এখনও অভিনয়ের প্রতি টান রয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, ছেলে একটু বড় হলে আবারও ফিরতে চান ক্যামেরার সামনে। দর্শকদের কাছে যাঁর কাজ আজও সমান প্রাসঙ্গিক, তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে নতুন করে উচ্ছ্বাস ছড়াবে টলিপাড়ায়।