বর্তমান সময়ে কয়েকদিন যাবৎ টলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারকা দম্পতি সুদীপ-পৃথা। সম্প্রতি, কিছুদিন আগে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ার সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। একদিন আচমকাই সুদীপ পত্নী সমাজ মাধ্যমে পোস্ট করে বসে যে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
তবে প্রাথমিকভাবে অভিনেতা সেই দিনেই এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না দিলেও পরবর্তীতে তিনি এই বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারে ব্যাখ্যা দিয়েছেন। আর এই কাজের সূত্র ধরেই অভিনেতার প্রথম স্ত্রী অর্থাৎ দামিনী বেণী রায়ের সঙ্গে পরিচয়ের কথাও জানিয়েছেন। এই মুহূর্তে অভিনেতার এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে আলোচনা করতে।
ইন্টারভিউয়ের প্রথমে অভিনেতার আসন্ন কাজ নিয়ে কথা হলেও পরে সম্পর্কের ভিন্ন চাওয়া-পাওয়া নিয়ে যথেষ্ট স্পষ্ট বক্তব্য রেখেছেন। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার চিরসাখা ধারাবাহিকে, চরিত্রের নাম স্বতন্ত্র। আর অভিনেতার সেই চরিত্রকে কেন্দ্র করে সাক্ষাৎকারের প্রশ্ন করলে তিনি বলেন, “আমি ভীষণ একাত্ম হতে ভালোবাসছি এই চরিত্রটার সঙ্গে”। এমনকি অভিনেতা আরও জানান এই চরিত্রের মত তিনি যদি বাস্তব জীবনেও এমনটা হতে পারেন তাহলে খুব ভালো হয়।
অভিনেতার জীবনী চিরসখা কে? সাক্ষাৎকারীর এই প্রশ্নের সুদীপ খানিক নীরবতাই জানিয়েছেন দর্শকদের। এরপর, দীর্ঘ ১৩ বছর সম্পর্কে হঠাৎই কেন যবনিকা পরল? এই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্টভাবেই জানান, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। প্রাক্তন এই দম্পতি তারা কখনোই চান না সমাজমাধ্যমে তা প্রকাশ করতে। এমনকি, সুদীপ জানায় পৃথা ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
পৃথার সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেতা জানান, “কন্ট্রোভারসি তৈরী করতে চাইলে, কাদা ছোড়াছুড়ি করতে চাইলে করাই যায়, সেটা খুব সহজ। কিন্তু, একটা মানুষের সঙ্গে ১০টা বছর সংসার করেছি। তার আগে ৩টে বছর সম্পর্ক ছিল। তাই, এতগুলো বছরের ভালোটা তো মুছে ফেলতে পারি না”।
সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেতা জানান, তিনি এবং পৃথা আলাদা থাকলেও দুজনেই ভালো আছেন। আর, সেদিন যদি পৃথা বিবাহ বিচ্ছেদের পোস্ট না করত তাহলে হয়তো আজও কেউ জানতে পারত না যে তাঁরা আলাদা হয়েছেন, বললেন স্বতন্ত্র ওরফে সুদীপ। কথায় কথায় সুদীপ জানান তাঁর এখন একা লাগছে কিন্তু বলেন, “আমাকে ব্যাকানো খুব কঠিন” তবুও তিনি ঘুরে দাঁড়াবেন।
আরও পড়ুনঃ দীর্ঘদিন দেখা নেই পর্দায়, কোথায় হারিয়ে গেলেন প্রতিভাবান অভিনেত্রী সুস্মিলি আচার্য? তাকে পর্দায় দেখতে চান?
স্বামী-স্ত্রী’র সম্পর্কের মধ্যে কোন জিনিসগুলো জরুরী? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, অহংকারবোধকে মুছে ফেলা উচিত আর তারই সঙ্গে যেকোনো সম্পর্কের চাওয়া ও প্রয়োজনের পার্থক্য বোঝা উচিত। সম্পর্ক নিয়ে বলতে গেলে অভিনেতা বলেন, “আমি প্রতিটা মানুষকে ফ্রিডম (স্বাধীনতা) দিতে ভালোবাসি”। এমনকি, তিনি আরও জানান স্বাধীনতা ও স্বেচ্ছাচারীতার মধ্যেও পার্থক্য রয়েছে সেটা বুঝতে হবে।