তিনি অনন্যা, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। যাকে এক ডাকে ‘মম দি’ বলে সবাই চেনে, নাম তাঁর মমতা শঙ্কর (Mamata Shankar)। বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ ইনি। প্রাথমিকভাবে পেশায় একজন নৃত্যশিল্পী হলেও বাংলার সিনেমা জগতেও তাঁর কম অবদান নেই। নাচের পাশাপাশি বরাবরই সমানভাবে গুরুত্ব দিয়েছেন অভিনয়কেও।
বিনোদন জগতে অভিনেত্রী কত বড় মাপের শিল্পী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু অন্যদিকে আবার ইদানিংকালে এই নৃত্যশিল্পী সুনামের পাশাপাশিও তাঁকে বেশকিছু নেটিজেনরা সমালোচনা করে থাকেন। কারণ বিগত বেশ কয়েকটি সামাজিক ঘটনার কারণে বিস্ফোরক মন্তব্য করে ফেলেন মমতা শঙ্কর। যার জেরে সমালোচনার সম্মুখীন করতে হয় তাঁকে।
তবে, অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হলেও তিনি তোয়াক্কা করেন না। প্রসঙ্গত অভিনেত্রী কিছুদিন আগেই পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। বর্তমানে তিনি বাংলার এক নামকরা সমাজ মাধ্যমের থেকে পেলেন অনন্য সম্মান। একাধারে নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং অভিনেত্রী তো বটে তেমনি ব্যক্তিগত জীবনে ঘরে তবে সংসারী মানুষ মমতা শঙ্কর।
আরও পড়ুনঃ স্টার জলসার হিট ফর্মুলা নকল? রুবেল, মানালির নতুন ধারাবাহিকে জলসার হিট ধারাবাহিক গুলির ছোঁয়া! জি বাংলার নতুন সিরিয়াল নিয়ে উঠছে প্রশ্ন!
অভিনেত্রী 76 সালে মৃণাল সেনের মৃগয়া সিনেমার হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রী কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘একদিন প্রতিদিন’, ‘নীলকন্ঠ’, ‘শাখা-প্রশাখা’, ‘গৃহযুদ্ধ’, ‘আগন্তুক’, ‘প্রজাপতি’, ‘উৎসব’, ‘আবহমান’, ‘জাতিস্মর’, অন্তর্ধান’, ‘প্রধান’ এবং আরো অনেক।