“মাকে দেখে আজও বহু মানুষ ক্রাশ খায়!” মা মধুমন্তী মৈত্রকে নিয়ে অকপট মেয়ে অনুষা

বিনোদন জগতে টলিউডে নতুন প্রজন্মের মধ্যে অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) হলেন অন্যতম পরিচিত মুখ। প্রাথমিক জীবনে এই অভিনেত্রী বড়ো পর্দায় কাজ শুরু করলেও পরবর্তীতে স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে বেশী জনপ্রিয়তা পায়।

এখন অবশ্য অভিনেত্রী ব্যস্ত বড়পর্দার কাজেই। প্রসঙ্গত, অভিনেত্রীর ছবি সদ্য মুক্তি পেয়েছে, নাম ‘স্বগৃহ’। আর এই সিনেমার মুক্তির দিনেই অভিনেত্রীর সঙ্গে হাজির ছিল তাঁর মা। বলাই বাহুল্য, অভিনেত্রীর না বাংলার স্বনামধন্য সঞ্চালিকা মধুমন্তী মৈত্র।

Actress

ছবি রিলিজের দিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুষা জানান, “মাকে দেখে আজও বহু মানুষ ক্রাশ খায়, এতে মা আমাকে এখনও হারিয়ে দিচ্ছে, সারাজীবনই হয়ত হারিয়ে দেবে। আমার যদিও এতে কোনও সমস্যা নেই”।

আরও পড়ুনঃ রুবেল ছাড়া অন্য কারর হাত থেকে সিঁদুর পরিনা! দুজনে জুটিতে ফিরলে খুব ভালো হয়! রুবেলের সঙ্গে একসাথে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন শ্বেতা

অভিনেত্রীর কথা শুনে মধুমন্তী বলেন, “আমি জানি না, আমার সময়ে কতজন আমাকে পছন্দ করত! তবে অনুষাকেই দেখি এসে লোকজন এসব বলে, এটার কোনও মানেই হয় না। তখন বললে না হয় আমি একটা অ্যাকশন নিতে পারতাম”।

অনেক দর্শকদের মতে, দুজনকে পাশাপাশি দাঁড়ালে মা-মেয়ে নাকি দিদি-বোন, কোনটা বোঝা মুশকিল। অভিনেত্রীর কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল- ‘ধনঞ্জয়’, ‘জেনারেশন আমি’, ‘গোয়েন্দা জুনিয়র’, বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’, ‘মিথ্যে প্রেমের গান’ এবং আরো অনেক।