পেহেলগাঁও’র নৃশংস ঘটনার জিবলি পোস্ট দর্শনার! ‘প্রকৃত অর্থে অশিক্ষিত!’ কটাক্ষ নেট পাড়ার, চাইতে হল ক্ষমা

কাশ্মীর, যাকে কিনা পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। আজ সেই ভূস্বর্গই জঙ্গিদের হানায় হয়ে উঠেছে উত্তাল। এক নিমেষে শেষ একাধিক প্রাণ। তাঁরা পর্যটকদের থেকে জেনেছিল শুধু ধর্ম, ব্যস তারপরেই সব শেষ। বর্তমানে, মর্মান্তিক এই ঘটনায় শোকাহত গোটা ভারতবর্ষ।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরেজমিনে চলছে প্রতিবাদ। কেউ করছে ধর্ম নিয়ে মিছিল, আবার কেউ করছে সমাজ মাধ্যমে প্রতিবাদী পোস্ট। সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নিজেদের মতন করে প্রতিবাদ করছেন। আর, এর থেকে বাদ পরেনি দর্শনা বণিকও।

কিন্তু, অভিনেত্রী এই ভয়াবহ ঘটনার শোক প্রকাশ করতে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন তিনি। দর্শনা এদিন পেহেলগাঁও’র নৃশংস জঙ্গিহানার জিবলি পোস্ট করে সমালোচনার শিকার হন। সোশ্যাল মিডিয়ার অভিনেত্রী এই পোস্ট দেখে এক নেটিজেন বলেছেন, ‘এই হচ্ছে আমাদের অবস্থা। ছিঃ! অশিক্ষিত কত প্রকার হয় বলতে পারবেন আপনারা?’

এই বিষয়ে দর্শনা শহরের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ছবিতে আমি নিজে বানাইনি। একটা জায়গায় পেয়েছিলাম সেখান থেকেই ডাউনলোড করে পোস্ট করেছিলাম। আমি ভীষণই শোকাহত গোটা ঘটনায়। কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কোনও ভুল বার্তা গিয়ে থাকে তাহলে আমি দুঃখিত”।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী’র একচেটিয়া দাপট! প্রথম পাঁচে সমান সমান জি-জলসা! টিআরপি টক্করে জি বাংলার জয় অব্যাহত, স্টার জলসার ‘কথা’র বেহাল দশা!

প্রসঙ্গত দর্শনা নেট দুনিয়ায় সবথেকে ভাইরাল হওয়া নব দম্পতির ফটোকেই জিবলি রূপে পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। সদ্য বিবাহিতা এক মহিলা তার মৃত বরের পাশে বসে রয়েছেন। এই ছবি অজস্র ভারতবাসীর চোখে জল এনে দিয়েছে। অভিনেত্রী যদিও এই পোস্টটি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন।

You cannot copy content of this page