মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী! কোন বিশেষ চমক নিয়ে আসছেন‌ অভিনেত্রী?

তিনি হলেন টলিউডের দুই নামজাদা অভিনেতার মা, আবার জনপ্রিয় অভিনেতার স্ত্রী। কথা হচ্ছে মিঠু চক্রবর্তীর। মিঠু দেবী কোনো অভিনেতার স্ত্রী কিংবা মা তো বটেই, এমনকি তিনি স্বয়ং একজন বিনোদন জগতের অভিনেত্রী।

বছরের পর বছর ধরে ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই দর্শকদের মনোরঞ্জন করে আসছেন মিঠু। তবে ইদানিংকালে অভিনেত্রীকে সেই অর্থে আর লাইন লাইটের দুনিয়ায় দেখা যায় না। শারীরিক অসুস্থতার কারণে আজ প্রায় দেড় বছর হল নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছেন নিজেকে।

প্রসঙ্গত অভিনেত্রীকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে স্টার জলসা হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে। মারণ রূপ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অভিনেত্রী লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিতে থাকেন।

তবে পর্দায় অভিনেত্রীকে দেখা না গেলেও তার ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। পারিবারিক নানান অনুষ্ঠানে সামিল হওয়ার মুহূর্ত দর্শকদের কাছে ধরা পড়ে। বর্তমানে দীর্ঘদিন ধরে এই মারণ রোগের সঙ্গে লড়াই করে কেমোথেরাপি নিয়ে চলেছেন তিনি।

কিন্তু, তাও অভিনেত্রী মুখে হাসি লেগেই রয়েছে। বলাই বাহুল্য বর্তমানে এখন শোনা যাচ্ছে অভিনেত্রী সুস্থ হয়ে আবারো ফিরতে চলেছে পর্দায়। তবে, ক্যামেরার সামনে এবারে আর একা নন। দীর্ঘদিন পর অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে সব্যসাচী চক্রবর্তীও নতুন চমক নিয়ে আসছে দর্শকদের জন্য।

সূত্রে খবর, কোন ধারাবাহিক কিংবা সিনেমায় নয় বরং চক্রবর্তী দম্পতিকে দেখা যাবে একটি বিশেষ বিজ্ঞাপনে। ইতিমধ্যেই সেই বিজ্ঞাপনের কিছু অংশ শুট করা হয়ে গেছে। কিন্তু, কোন বিষয় বিজ্ঞাপন তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ বাড়ি ফিরল স্বতন্ত্র! মতের অমিল হওয়াতে বাড়ি ছাড়ল বুবলাই! কমলিনী কি বাড়িতে ছেলেকে আর ফেরাতে পারবেন? 

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page