ফের ছোট পর্দায় কামাল করতে ফিরছেন মনামী! নতুন রূপে এবার টেলিভিশনে দেখা যাবে অভিনেত্রীকে! কোন বিশেষ চমক নিয়ে আসছেন ‘পুন্যিপুকুর’খ্যাত নায়িকা?

একসময় টলিউডের ধারাবাহিক পুন্যি পুকুর বলুন কিংবা ইরাবতীর চুপকথা বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই সময়ের ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী মনামী ঘোষকে বর্তমানে পর্দায় কিছুটা কম দেখা গেলেও বেশিরভাগ রুপালি পর্দাতেই কাজ করতে দেখা যায়।

এই অভিনেত্রী কেবল তার অভিনয়ের জন্যই অনুরাগীদের কাছে জনপ্রিয় নয় বরং নাচের পারদর্শিতা থাকার কারণেও তাঁর আলাদা ভক্ত রয়েছে। অভিনেত্রীর বয়স ৪০ ছুঁই ছুঁই হলেও রূপের জেল্লা একটুও কমেনি।

প্রসঙ্গত অভিনেত্রীকে ছোট পর্দায় শেষবারের মতো দেখা গেছিল স্টার জলসার ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে। তবে টলি পাড়ার জোর গুঞ্জন আসন্ন কিছু দিনের মধ্যেই নাকি অভিনেত্রী আবার ফিরছে ছোটপর্দায়।

বলাই বাহুল্য, ধারাবাহিকের পর মূলত অভিনেত্রীকে বিভিন্ন নাচের রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে দেখা গেছে। তবে এই মুহূর্তে অভিনেত্রী বড় পর্দার কাজ নিয়ে বেজায় ব্যস্ত। পর্দায় ফিরছে মনামী, এই শুনেই অনুরাগীদের একাংশের মনের প্রশ্ন জেগেছে তবে কী আবার ফিরছে সিরিয়াল জগতে?

আরও পড়ুনঃ মোহনার সঙ্গে আকাশের চুপিসারে দেখার কথা জানতে পারল শুভ! অশান্তির জন্য দাদার কাছে থাপ্পড় খেলো মোহনা! তবে, কী এবার পরিস্থিতির চাপে সত্যিটা সকলের সামনে আসতে চলেছে?

সূত্রে খবর, অভিনেত্রী ছোটপর্দায় ফিরছে তো অবশ্যই। কিন্তু, নায়িকা রূপে নয়, একেবারে অন্য অবতারে। সান বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো নাম বাংলার চ্যাম্পিয়ন’। সম্ভবত মনামীকে এই শোতেই বিচারকের আসনে দেখা যাবে। এই শোয়ে মূলত নাচ কিংবা গানের জন্য অংশগ্রহণ করবে খুদে প্রতিযোগিরা। শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হবে এই অনুষ্ঠানের সম্প্রচার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page