রূপাঞ্জনার রূপ বদল, মমতার জন্য বিদায় জানালেন বিজেপিকে! পুরনো দিদিকে ফিরে পেতে আর্জি অভিনেত্রীর
বেশ কয়েক বছর আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিজেপিতে যোগ দেন, কিন্তু কিছুদিন পরেই দল ত্যাগ করেন। তখন কোনও নির্দিষ্ট কারণ না জানালেও, সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অসম্মানজনক মন্তব্য করতে বাধ্য করা হয়েছিল, যা তিনি করতে রাজি হননি। রূপাঞ্জনা স্পষ্ট ভাষায় বলেন, “আমার সম্মান রক্ষার্থে বিজেপি ছেড়েছিলাম, কারণ মমতাকে খাটো করা সম্ভব ছিল না।” বিজেপির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে রূপাঞ্জনার সাহসী পদক্ষেপ।
মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন রূপাঞ্জনা!
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটি বিশেষ আবেদনের মাধ্যমে রূপাঞ্জনা আবার সংবাদ শিরোনামে এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর, রূপাঞ্জনা বিজয়ার প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লেখেন। চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীকে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ করেন।
প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় তারকাদের উপহার পাঠান, আর এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রূপাঞ্জনা উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু সঙ্গে সতর্কবার্তাও দেন। তিনি লেখেন, “মাঝখানে কিছু স্বার্থপর লোক আপনাকে জনগণের কাছে পৌঁছাতে দেয় না।” তাঁর আবেদন, মুখ্যমন্ত্রী যেন সরাসরি জনগণের কথা শোনেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন।
রূপাঞ্জনার মতে, মমতার কাছের মানুষদের একটি অংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মমতার কাছে সঠিক তথ্য পৌঁছতে দেয় না। তিনি মুখ্যমন্ত্রীর কাছে জনগণের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ার অনুরোধ জানান। রূপাঞ্জনা তাঁর লেখার মাধ্যমে বোঝাতে চান যে মমতার উচিত নিজে থেকে জনগণের কথা শোনা, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না ‘দুই শালিকের’ গৌরব! বাবার বিরুদ্ধে গিয়ে জ্বল উঠল নায়ক! দারুণ খুশি দর্শকরা
এই মন্তব্য রূপাঞ্জনার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে তোলে এবং তাঁর বিজেপি ত্যাগের পেছনের কারণকে প্রকাশ্যে আনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রূপাঞ্জনার এই খোলা চিঠি নিশ্চয়ই রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলবে।