শীতকাল মানে চারিদিকে চলছে ছুটির মরসুম। বিশেষত ২৫ থেকে ১ তারিখ চলে বছর শেষের খুশির মেজাজ। শত ব্যস্ততার মাঝে কেউ পরিবারকে ছুটি পেলেই মেতে উঠছে আনন্দে আবার কেউ বেরিয়ে পড়ছে দূর ভ্রমণে। তারকা থেকে সাধারণ মানুষ বছর শেষের এই আনন্দকে চেটেপুটে উপভোগ করছে সবাই। চিড়িয়াখানা, জাদুঘর কিংবা ভিক্টরিয়া মেমোরিয়াল সব জাগাতেই তিল ধরানোর জায়গা নেই।
এমন সময়ে অনেক তারকারাই যাচ্ছে ছুটি কাটাতে দূর ভ্রমণে। অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী, এক সময় অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন তারকা ছিলেন। এই অভিনেত্রীর স্টার জলসায় ‘তারে আমি চোখে দেখিনি’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে। তারপর ধীরে ধীরে অভিনেত্রীকে ছোট পর্দা থেকে বড় পর্দায় দেখা গিয়েছিল। এছাড়া অভিনেত্রী উল্লেখযোগ্য সিরিয়াল হলো ‘নজর’ এবং ‘বাংলা মিডিয়াম’।
ছোট পর্দা থেকেই অভিনেত্রীর অভিনয় মন কেড়েছে দর্শকদের। ছোট পর্দা বড় পর্দা ছাড়াও অভিনেত্রী বিস্তৃতি ঘটেছে ওটিটি জগতেও। অভিনেত্রীর অভিনীত সিনেমা গুলির নাম- ‘গোড়ায় গন্ডগোল’, ‘পাঁচ অধ্যায়’, ‘ব্যোমকেশ ফিরে এলো’ আরও অনেক। অভিনেত্রী ওয়েব সিরিজের নাম- ‘বউ কেন সাইকো’ এবং ‘ডার্ক ওয়েব’।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! শেষ শঙ্কর-ঐশানীর গল্প, কোন ধারাবাহিককে জায়গা দিতে শেষ হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’?
এমনকি অভিনয় জগত ছাড়াও অভিনেত্রীকে সক্রিয় ভাবে দেখতে পাওয়া গেছে রাজনীতির জগতে। বর্তমানে অভিনেত্রী রয়েছে ছুটির মুডে। পড়ন্ত বিকেলে সমুদ্রতটে কাল বিকিনিতে অভিনেত্রী লাশ্যময়ী দেখতে লাগছিল। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অবশ্য অভিনেত্রীকে এটাই দেখতে পাওয়া যাচ্ছে। কালো রংয়ের মনোকিনিতে রীতিমতো সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছেন তিনি। প্রশংসা, কটাক্ষ সব উপচে উঠেছে মন্তব্য বিভাগে। তবে অনেক নেটিজেনদের আগ্রহ এটাই যে, ফোনের ওপারে ফটোগ্রাফারটা কে?
View this post on Instagram







