“মায়ের জন্য আমি ছাড়া আর কিছু নেই!” নিজের সমস্ত সঞ্চয় দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করে আবেগী ‘হরগৌরী’ খ্যাত শুভস্মিতা!

অবশেষে হল মায়ের স্বপ্নপূরণ। একদিন কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে মেয়ে আজ দেখেছে সাফল্যের মুখ। সম্প্রতি, টেলি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Subhasmita Mukherjee) দক্ষিণ কলকাতায় খুললেন তাঁর মায়ের একটি নেল আর্ট স্যালোঁ। আর, কালকেই হল এই স্যালোঁর উদ্বোধন। স্যালোঁর নাম ‘নেলস স্কেপ’।

অভিনেত্রীর এই নতুন প্রচেষ্টায় পাশে ছিল ছোটো পর্দার একাংশ। গতকাল অভিনেত্রীর এই বিশেষ দিনে অতিথি হয়ে উপস্থিত ছিলেন নীলাঞ্জনা শর্মা থেকে শুরু করে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের কলাকুশলীরা।

আর এই স্যালোঁকে কেন্দ্র শুভস্মিতার মাকে সাক্ষাৎকারে তার অনুভূতির কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, মেয়ের জন্য খুবই গর্ববোধ হয়। কথায় কথায় শুভস্মিতা স্মৃতিচারণা করে বলে, ছোটবেলা থেকেই সেই বরাবরের জেদী। তিনি যা ঠিক করবেন, তা করেই ছাড়বেন। সামান্য স্কুলে যাওয়ার সময় তাঁর মা তাঁকে বিনুনি করে দিতে পারত না বলে সে নিজেই নিজের চুল বেঁধে স্কুল যেত। এই কথার মাধ্যমেই বোঝা যায় অভিনেত্রীর মধ্যে দৃঢ়তা রয়েছে প্রবল।

স্যালোঁর ফিতে কাটা থেকে কেট কাটা সব কিছুতেই ছিল অভিনেত্রীর ভালোবাসার বিশেষ ছোঁয়া। সাক্ষাৎকারে ঐশানী ওরফে শুভস্মিতা বললেন, “মায়ের জন্য আমি ছাড়া আর কিছু নেই”, তাই তাঁর মাকে ব্যস্ততায় রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

অন্যদিকে আবার প্রযোজক নীলাঞ্জনা বলেন, তিনি শুভস্মিতাকে প্রথম থেকে চেনেন একজন অভিনেত্রী হিসাবে কিন্তু পরবর্তীকালে তাঁর (নীলাঞ্জনার) ব্যক্তিগত জীবনের জন্য অভিনেত্রীর থেকে যে সমর্থন পেয়েছে তা অতুলনীয়। নীলাঞ্জনা জানান, কর্মক্ষেত্রে গত আড়াই বছরে তাঁদের মধ্যে দিদি-বোনের সম্পর্ক হয়ে গেছে।

আরও পড়ুনঃ কথা-কে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে স’হ’বাসে অগ্নি! ভাইরাল ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ! ‘কথা’-তে আসতে চলেছে বিরাট ধামাকা? কী হবে কথার? 

এক কথায় শুভস্মিতার প্রশংসায় পঞ্চমুখ নীলাঞ্জনা। তাঁর মতে, অভিনেত্রী যেভাবে তার মা এবং দিদাকে সামলে রাখে তা খুবই প্রশংসনীয়। অভিনেত্রীর জীবনের এই দিক দেখে তাঁর অনেক অনুরাগীরাই অবাক হয়েছেন।