বিয়ের পরেই নির্যাতনের শিকার! বিয়ের এক মাস না কাটতেই বেহাল অবস্থা শ্বেতার!

টেলি পর্দার সুপরিচিত নায়িকা বর্তমানে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত! এমনই অভিযোগ আনলেন সদ্য বিবাহিতা অভিনেত্রী। এখনো বিয়ের এক মাসও কাটেনি আর তার মধ্যেই বেহাল অবস্থায় নায়িকা। কথা হচ্ছে শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharjee)। অভিনেত্রী এই অভিযোগ সত্য, কিন্তু কার বিরুদ্ধে করল এমন মন্তব্য?

জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের অভিনেত্রী সেদিন শুটিং ফ্লোরে ছিলেন খোশ মেজাজেই। কিন্তু তাও কেন এমন বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী? খোঁজ নিয়ে জানা গেল, ধারাবাহিকের প্রোগ্রামার মানসদাকে নিয়ে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী। তাঁকে আবার দেখিয়ে চিহ্নিত করলেন সকলের সামনে।

অভিনেত্রী সঙ্গে কথা বলে জানা গেল, তিনি যা অভিযোগ করেছেন তা ছিল সবটাই মজা করার একটা অংশ। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, এই প্রোগ্রামার দাদা অভিনেত্রীর সঙ্গে খুনসুটি করতেই থাকে আবার তার ওপর রবিবার শ্বেতাকে কাজ করার আর্জি জানায় বলে মজার ছলে এই মন্তব্য করেছেন। আবার, বোনকে খোঁচা মেরে মানসদা বলছে, “আসলে ও থাকলে ইউনিটটা চাঙ্গা থাকে”।

আরও পড়ুনঃ এক্সপেক্টেশন থেকেই সম্পর্কে সমস্যা শুরু হয়, স্বামী-স্ত্রীর ট্যাগটা সরিয়ে চিরন্তন বন্ধু হয়ে ওঠা উচিত! অকপট সুদীপ মুখার্জী!

অভিনেত্রীর এইরকম অভিযোগের কথা শুনে অবাক হয়েছে তাঁর অনুরাগীদের একাংশ। অনেকে মনে করেছেন, বিয়ের পরে হয়তো স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তির জেরে এই মন্তব্য করে বসেছেন শ্বেতা। কিন্তু পরবর্তীকালে পুরো বিষয়টি ভালোভাবে জানার পর মুখে হাসি ফুটেছে বাংলার দর্শকদের।