টেলিভিশন পর্দার পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukhopadhyay)। তাঁকে দেখা গিয়েছে একাধিক ধারাবাহিকে। কখনো তিনি খল চরিত্রে অভিনয় করেছেন তো কখনও বদলেছে তাঁর চরিত্রের ধরন। বর্তমানে তিনি স্টার জলসার (Star Jalsha) চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন মুখ্য চরিত্রে। ধারাবাহিক থেকে ব্যক্তিগত জীবনের কথা বললেন অভিনেতা।
স্টার জলসার চিরসখা ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা সুদীপ মুখার্জিকে। ধারাবাহিকে তাঁর চরিত্রটি খুব স্পষ্ট। তিনি স্বতন্ত্র। নামেও আবার চরিত্রেও। তিনি কারোর থেকে কোন কিছু আশা করেন না। অব্যক্ত হয়ে থেকে যান চিরকাল।
নিজের চরিত্র নিয়ে কথা বলার সময় অভিনেতা বললেন, আসলে সম্পর্কে এক্সপেকটেশন থেকে সমস্ত সমস্যাগুলি শুরু হয়। আমরা বাস্তবিক জীবনে বড্ড বেশি চকচকে আর উজ্জ্বল দেখলে ছুটে যাই। কিন্তু আদতে দেখা যায় সেই চকচকে উজ্জ্বলতার ভিতরটা কেমন চুপসে গেছে। তাই মাত্রাতিরিক্ত এক্সপেক্টেশন ভালো নয় মনে করেন তিনি।
এই ধারাবাহিকে অভিনেতার চরিত্রটি এমন যা ভালোবাসাকে অব্যক্ত না করেই থেকে যায় চির জীবন। সুদীপ বললেন, আমাদের আশেপাশেই এমন অনেক ভালোবাসা রয়েছে। আমরা তাদের এড়িয়ে যাই। একটা দায়িত্বপূর্ণ চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে খুশি অভিনেতা।
আরও পড়ুনঃ “উদিতজি, একটা চুমু হয়ে যাক…” পাপারাজ্জিরাও ঠাট্টায় একি কাণ্ড ঘটালেন উদিত!
সুদীপ মুখোপাধ্যায়ের ক্যারিয়ারে শ্রীময়ী খ্যাত অনিন্দ্য চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে সুদীপ বললেন, অনিন্দ্য আর স্বতন্ত্র দুই ভিন্ন মেরুর মানুষ। অনিন্দ্য একটা গ্রে ক্যারেক্টার ছিল। তবে এই যে দুই মেরুর মানুষকেই প্রত্যক্ষ করেছেন তিনি, এটাই সবথেকে বড় প্রাপ্তি।