মাত্র ১২ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জিৎ কন্যা! মেয়ের সাফল্যে গর্বিত জিৎ

সন্তানদের সাফল্যে বাবা-মায়েদের থেকে আনন্দিত এ জগতে কেউ হয় না। বাবা-মায়েরা নিজেদের জীবনে যতই অর্থ কিংবা নাম-যশ-খ্যাতি উপার্জন করুক না কেন সন্তানের জন্য পাওয়া সম্মান, তার মর্মই আলাদা। আজকাল বিনোদন মহলে তারকাদের নিয়ে সমালোচনা হবার সঙ্গে সঙ্গে স্টারকিডদেরও (Starkid) নিয়েও ট্রোলিং হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে সেই স্টারকিডদের জন্যই গর্বে গর্বিত হয় তারকারা।

জিৎ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ। বিগত দু শতক ধরে বাংলার দর্শকদের তাঁর সিনেমার মাধ্যমে মনোরঞ্জন করে চলেছেন। স্ত্রী, পুত্র, কন্যা এবং মাকে নিয়ে ভরা সংসার। এবার মেয়ের গর্বে গর্বিত বাবা, জিৎ। মেয়ে নবন্যা ঘটিয়ে ফেললো এক অকল্পনীয় কান্ড, যা কিনা তাঁর বাবাকে করে দিয়েছে অবাক। জিৎকন্যার বয়স সবে মাত্রই ১২।

actor

বড় মেয়ে নবন্যার জন্মদিনের তাঁর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে লিখলেন, “প্রত্যেকদিনই বুঝতে পারছি এমনই স্বার্থহীন সম্পর্ক এটা। তোমায় আমাদের জীবনে পাওয়া একটা আশীর্বাদের মতো।” অভিনেতা আরও বললেন, নবন্যা মাত্র ১২ বছর বয়সে লিখে ফেলেছেন গান সমাজ মাধ্যমে এমনটাই জানিয়েছেন। এমনকি বলেছেন, বড়দিনের সন্ধ্যার জন্য তৈরি থাকুন।

আরও পড়ুনঃ মাত্র ১২ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জিৎ কন্যা! মেয়ের সাফল্যে গর্বিত জিৎ

একটি সুন্দর গান তৈরী করেছেন নবন্যা ও কৃষা। ক্রিসমাস উপলক্ষে সেই গানে রেকর্ডিং হয়ে গেছে। অবশেষে প্রকাশিত হয়েছে সেই গান। বেজায় খুশি মাদনানি পরিবার। মিডিয়ায় এই গান মুক্তি পাওয়া মাত্রই বেশ পছন্দ হয়েছে বাংলার শ্রোতাদের। প্রশংসায় ভরিয়ে দিয়েছে জিৎ কন্যা ছোট্ট নবন্যাকে।

You cannot copy content of this page