চারিদিকে ডিভোর্স, সম্পর্ক ভাঙনের মাঝে দাঁড়িয়ে সম্পর্কের টিকে যাওয়ার অনন্য উদাহরণ সৃষ্টি করলেন টোটা রায় চৌধুরী ও তার স্ত্রী!

বাংলা বিনোদন (Bengali Entertainment) মাধ্যম বাঙালির বিনোদনের সবচেয়ে বড় খোরাক এটা বলাই বাহুল্য। তবে বাঙালি দর্শকদের যারা বিনোদন দিয়ে থাকেন এই সমস্ত তারকারা কিন্তু অনেক সময় কাজ করতে এসে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সব ক্ষেত্রেই যে সম্পর্ক পূর্ণতা পায় তা কিন্তু একেবারেই নয়। আবার পূর্ণত পেলেও যে সব সম্পর্ক টিকে যায় এমনটাও একেবারেই নয়।

তারকারা যে শুধুমাত্র নিজেদের পেশার লোকেদের বিয়ে করেন এমনটা নয়। অনেক ক্ষেত্রেই ভিন্ন পেশার মানুষদের বিয়ে করে থাকেন তারা। কিন্তু কিছু বিবাহিত জীবন সফল হলেও ভাঙনের ঘটনাও কিন্তু আকছার ঘটে। বিশেষ করে টলিউডে এই ধরনের ঘটনা এখন ভীষণই আম ঘটনা হয়ে গেছে। তবে শুধুমাত্র টলিউড কেন আমাদের সাধারণ জীবনেও তো আজকাল সম্পর্ক ভাঙনের ঘটনা ভীষণ সাধারণ পর্যায়ে নেমে এসেছে।

Bengali actor

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ক টিকিয়ে রাখা, দাম্পত্য জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাই বোধহয় সবথেকে বড় চ্যালেঞ্জ। আর বিনোদন দুনিয়ার মানুষদের কাছে তো অবশ্যম্ভাবী বিরাট বড় চ্যালেঞ্জ। তবে এই এত চ্যালেঞ্জের মাঝে সম্পর্ক টিকিয়ে রাখতে সফল হয়েছেন বেশ কয়েকজন তারকা। আর তাদের মধ্যেই অন্যতম হলেন বাংলার নতুন ফেলুদা টোটা রায়চৌধুরী।

অত্যন্ত সুপুরুষ, সুদর্শন, সুঅভিনেতা পুষ্পরাগ চৌধুরী তথা টোটা রায় চৌধুরী সম্প্রতি নিজের ২৫ তম বিবাহ বার্ষিকী পালন করলেন সম্প্রতি। গত ১৩ ই ডিসেম্বর ছিল অভিনেতার বিবাহ বার্ষিকী। তবে মাত্র দু’দিন আগেই ঘটা করে টলিউডের প্রায় সমস্ত তারকাদের ডেকে বেশ ঘটা করে নিজের পঁচিশতম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন এই অভিনেতা।

আরও পড়ুনঃ ‘অভিনয়টাই করুন, এত টাকা নিয়ে দয়া করে এইসব গান গাইবেন না’, প্যায়ারেলাল গেয়ে কটাক্ষের মুখে দুই শালিকের নন্দিনী

স্ত্রী শর্মিলী রায় চৌধুরীর সঙ্গে নিজের জীবনের ২৫টা বছর কাটিয়ে নিজের স্ত্রীর উদ্দেশ্যে টোটা লেখেন, সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী… তুমি ছিলে বলেই পঁচিশ বছর ধরে নানান ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি… ভালো বাসা। ২৫তম বিবাহবার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয় নিঃসৃত ভালবাসা নিও।’