হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty), ইনি হলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উল্লেখযোগ্য পরিচালক। এই পরিচালক এক সময় পরের পর হিট সিনেমা বাংলা দর্শকদের উপর দিলেও সময়ের কালে বিনোদন জগতে তাঁর মুখ অনেকটাই ম্লান হয়ে গেছে।
৯০-এর শতকের শেষ দিক থেকে শুরু করে পরিচালক তার বিভিন্ন সিনেমার মাধ্যমে কমার্শিয়াল দুনিয়ায় বিশাল ঝড় তুলেছিল। হরনাথ বাবুর কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘সাথী’, ‘নাটের গুরু’, ‘গ্যাড়াকল’, ‘রাজু আঙ্কেল’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ আরও অনেক। তবে, ইদানিং কয়েক বছরে সিনে জগতে খুব একটা দেখে মেলে না তাঁর।
খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন হরনাথ বাবু। এর মধ্যেও খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে শুটিংয়ে ফেরার কথা ছিল পরিচালকের। কিন্তু, তার আগেই ঘটে গেল অঘটন। নতুন শুরুর আগেই জীবনের একটা অধ্যায় শেষ হল হরনাথ বাবুর।
আরও পড়ুনঃ “আপনাকে দেখে হিংসা হয়!”—স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে দেবের কটাক্ষের মুখে কাঞ্চন!
পরিচালকের স্ত্রী না ফেরার দেশে পাড়ি দিলেন। মঙ্গলবার সকালে মারা গেলেন হরনাথ বাবুর স্ত্রী বুলা চক্রবর্তী। মারণ রোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ে হেরে ইহলোক ত্যাগ করলেন বুলা দেবী।
অসুস্থ থাকাকালীন পরিচালকের স্ত্রী হাসপাতালে ভর্তিও ছিলেন। বুলা দেবীর শেষকৃত্য সম্পন্ন হয় মহাশ্মশানে। জীবনসঙ্গীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন হরনাথ বাবু। পরিচালকের এই দুর্দিনে টলিউডের একাংশ। এদিন পরিচালক সুদেষ্ণা রায়, প্রেমেন্দু বিকাশ চাকি, অভিনেতা সোহম চক্রবর্তীর মতো বহু টেকনিশিয়ানদের পাশে পেয়েছেন হরনাথ বাবু।