‘দেবের একার পক্ষে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব নয়!’ তাই একটা সন্তানের প্রয়োজন আছে, ফের দেবকে খোঁচা রাজের

টলি সিনেমার বাজারে এসেছে আজকের ‘সন্তান’। বাংলা সিনেমার বড় পর্দায় চলছে এখন জোর টক্কর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলায় মুক্তি পাওয়া চার সিনেমার মধ্যে। সিনেমাগুলির নাম- ‘চালচিত্র’, ‘সন্তান’, ‘খাদান’ এবং ‘৫নং স্বপ্নময় লেন’। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় এই বড়দিনে এসেছে সিনেমা ‘সন্তান’।

আর এই সন্তান মুক্তি পাওয়ার আগেই হয়ে গিয়েছে অনেক সমালোচনা। বাংলায় রীতিমতো তৈরি হয়েছে দুই দল, একদল খাদান বলে তো আরেক দল বলে সন্তান। এই সন্তান নিয়েই মুখ খুললেন পরিচালক রাজ। এই সিনেমা নিয়ে কথা বলতেই প্রশংসায় পঞ্চমুখ অভিনেতার ঋত্বিক চক্রবর্তীর।

Dev Ghatal MP Accused in Robbery case

সন্তানের প্রমোশন নিয়ে রাজ বলেন “অন্য ছবির মত আমরা নাচ-গান করতে পারব না” কারণ, এই সিনেমাতে তেমন কোনো দৃশ্য বা পরিস্থিতি নেই নাচ-গান করার মত। আর পরিচালকের এই কথাটাই দর্শকের কাছে পৌঁছেছে অন্যরকমভাবে, এই জন্যই আজ এতো সমালোচনা। পরিচালক বলেন তাঁর কখনোই উদ্দেশ্য ছিল না খাদানকে নিচু করে দেখানো। নানান কথার মধ্যে রাজ বলেন, “দেব আমার শত্রু নয়, না আমি কোনদিন ওকে শত্রু বানাবো” এই বক্তব্যের মাধ্যমে তাদের সম্পর্কে সমীকরণ কিছুটা হলেও বাংলার দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছেন।

আরও পড়ুনঃ জবর খবর! রানী রাসমণির ইমেজ ছেড়ে রোম্যান্টিক ধারাবাহিকে কামব্যাক দিতিপ্রিয়ার, কোন চ্যানেলে ফিরছেন নায়িকা?

Raj Chakraborty

রাজ বলেন, “ইন্ডাস্ট্রিতে সবাইকে দরকার। আমি রাজ চক্রবর্তী একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো। না দেব একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে।” কথার প্রসঙ্গে বলেন পরিচালক এখনো তাঁর দেবের সিনেমা দেখা হয়নি। সকলের উদ্দেশ্যে বললেন, “আমি সন্তান সন্তান বলাতে যদি কারোর বিপদ হয় তাহলে, আমার কিছু করার নেই সেটা তাঁর দোষ।” পরিচালক আরও বলেন, “অন্য সিনেমার সাকসেস দেখে আমার কষ্ট হচ্ছে না”। নিজের বাড়ির লোকের সিনেমা দেখার পর রিঅ্যাকশন নিয়ে সাক্ষাৎকারী জিজ্ঞাসা করায় রাজ বলেন, তাঁর বাবা মারা যাওয়ার পর মা আর বাড়ি থেকে কখনো বেরোননি, এই সিনেমা দেখতেই প্রথম বেরোন তাও শুভশ্রী জোর করেছে। অবশেষে পরিচালকের মতে, নিজের মতো করে সাফল্যের চূড়ায় উঠবে।