অহনা দত্ত, যাতে কিনা এক ডাকে সবাই মিশকা নামে চেনেন। বাংলার দর্শকেরা এই অভিনেত্রীকে প্রথম স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই দেখতে পায়। কিন্তু, বর্তমানে অভিনেত্রী বিয়ে করে ঘরোতরো সংসারী হয়ে উঠেছেন। এখন তিনি অন্তঃসত্ত্বা।
আর, অভিনেত্রী ব্যক্তিগত জীবনকে ঘিরে মা মেয়ের মধ্যে ঝামেলা অনেকদিন ধরেই জারি রয়েছে। তবে, সমাজ মাধ্যমের সুবাদে এখন সেই ঝামেলার কথা জানে না এমন লোক কমই আছেন। অভিনেত্রী এবং তার মায়ের সঙ্গে সম্পর্কে মিষ্টতার লেশমাত্র নেই।
কিন্তু, জীবনে একরাশ দুঃখের মাঝেও রয়েছে শান্তি, একটুকরো আলোর আশা। কারণ, আর কিছুদিনের মধ্যেই যে দুই থেকে তিন হতে চলেছে অহনার সংসার। অভিনেত্রী জীবনের এত ঘাত-প্রতিঘাত দেখেছেন মাত্র ২১ বছর বয়সেই। হ্যা, মা হওয়ার জন্য আজকালকার দিনে এই বয়স বড়োই কম অনেকের মাঝে।
তবে, এরই মধ্যে শোনা গিয়েছে অহনা নাকি সদ্যই তার শ্বাশুড়ি মাকে হারিয়েছেন। নিজের মা তো কবে থেকে সম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছেন। একে তিনি প্রেগনেন্ট তার ওপরে জীবনে বয়ে চলেছে একের পর এক ঝড়। এই নিয়ে অভিনেত্রীকে শহরের এক সংবাদমাধ্যম প্রশ্ন জিজ্ঞাসা করলেই স্পষ্টভাবে তিনি বললেন, অতীত নিয়ে আলোচনা করতে তিনি ভালোবাসেন না। অহনা আরও বলেছেন, “কারও অস্তিত্ব কখনও জীবন থেকে মুছে ফেলা যায় না। তাই আমি মুছতেও চাই না”।
এত কম বয়সে মা হচ্ছেন শুনে প্রাথমিকভাবে একটু ভয়ই পেয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বললেন, “চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম এত কম বয়সে মা হচ্ছি, ঠিক হচ্ছে তো!” অন্যদিকে আবার স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে মা হওয়ার সঠিক বয়স ২২ থেকে ২৬। এই বিষয়ে অভিনেত্রী বলেছেন, “শাশুড়ি মা-ও গত হয়েছেন। আমার মায়ের সঙ্গেও সম্পর্ক ঠিক নেই। প্রথমে ভেবেছিলাম সামলাব কী করে! এখন আর এ সব নিয়ে আমি ভাবি না। আমিও জন্মেছিলাম আমার মায়ের ২১ বছর বয়সে”।
আরও পড়ুনঃ ‘শালীনতা বলে কিছু নেই এর!’, ‘প্রেমিকটা তো ক্যাবলা’ শ্বশুর-শাশুড়ির সামনে ক্লিভেজ দেখানো পোশাক পরে গাড়ি কিনতে গিয়ে সোশ্যাল মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার অনন্যা!
এই মুহূর্তে অভিনেত্রী বড়ই ব্যস্ত নিজেকে নিয়ে। অনেকদিন কথাবার্তা না হওয়ার দরুন এখন যে মাকে খুব একটা মনে পড়ে তাও নয়। এরপর অভিনেত্রী বললেন, “যে যেটা নিয়ে খুশি থাকতে ভালবাসে সেটাই করুক। আমি, দীপঙ্কর খুব ভাল আছি। আমার স্বামী আমায় খুব যত্ন করে। এর চেয়ে বেশি কিছু চাই না আমি”।
তবে, অহনার এই সাক্ষাৎকার দেখে সমালোচনা করেছেন অনেক নেট বাসী। একজন নেটিজেন বলেছেন, ‘কী সেলফিশ মেয়ে যে মা সারাজীবনটা শুধু করেই গেলো মেয়ের জন্য। সেই মেয়ে পারলো কী করে মায়ের সাথে এটা করতে? দুদিন পর নিজেও সন্তানের মা হবে দেখবে নিজের সন্তান ঠিক একই কাজ করলে কেমন লাগবে? অত ভালো মা পেয়ে যে মায়ের মর্ম বুঝলো না, তাঁকে সত্যিই কিছু বলার নেই। কর্ম ঠিকই আছেই’।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!