আঁখির পরমশত্রু এখন ছাতা বাড়ি! এদিকে, ঝিলিক হয়ে উঠেছে আঁখি! জমজমাট এপিসোড এখন দুই শালিকে!

আঁখি হয়ে উঠেছে এখন দেবিকা। আর এই দেবিকাকেই হাতিয়ার করে ছাতা বাড়ির বিরুদ্ধে। স্টার জলসার ‘দুই শালিক’ (Dui Salik) ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ছদ্মবেশে দেবিকা অর্থাৎ আঁখি এসেছে ছাতা বাড়িতে। আর বাড়িতে ঢোকার জন্য ইচ্ছা করে ধোঁয়া ছড়িয়ে দিয়েছে চারিদিকে যাতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। এমন সময় দেবার ঘরে লুকিয়ে থাকা দেবিকা আঁখির শাড়ি পরে বেরিয়ে আসে। আর এদিকে, বাড়ির সবাই খুঁজতে থাকে বাড়িতে ঢুকে আসা লোকটাকে।

অন্যদিকে, ম্যাজিশিয়ান বাড়ির সবাইকে বলতে থাকে তারা কি একটু নজর রাখতে পারেনি দেবিকা কোথায় যাচ্ছে? এরপর ম্যাজিসিয়ান এর মনে মনে ভয় হতে থাকে যদি আঁখির সব কিছু মনে পরে যায় তাহলে সে হয়ে উঠবে তাঁদের মরোনাস্ত্র। এরপর, দেবিকাকে খুঁজতে যাওয়ার সময়তেই সে বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেবিকা বলে সে ছাতা বাড়িতে গেছিল।

দেবিকা বাড়ি এসে ম্যাজিশিয়ান কে সমস্ত কথা খুলে বলে আগামী দিন পয়লা বৈশাখ উপলক্ষে ছাতা বাড়ির ফ্যাক্টরিতে কি হতে চলেছে। সঙ্গে এটাও বলে তবে, ম্যাজিশিয়ানরা কি পদক্ষেপ নেবে তা কেউই জানেনা। এদিকে দেবা ঘুমের ঘোরে আখিকে ডাকতে থাকে। এমন সময় ঝিলিক এসে আঁখির রূপে অভিনয় করতে থাকে।

এরপর, দেবা ঝিলিককে দেখে বুঝতে পারছি না সেই আঁখি নাকি ঝিলিক। এমন সময় ঘরে আসে পিসিমণি এবং রাইমা ঘরে এসে দিবার সন্দেহকে উস্কে দিয়ে বলে আঁখিকে ফোন করতে। এমন সময় আঁখিকে ফোনে না পেলেও তার বাবাকে ফোন করে। তখন ফোনের ওপ্রান্ত থেকেই আঁখি-ঝিলিকের বাবা ফোনে করা ভয়েস রেকর্ডিংটা চালিয়ে দেয় এবং সেখানে আঁখির সঙ্গে কথা বলে মনে শান্তি পায় দেবা।

আরও পড়ুনঃ “হুক্কা হুয়াতে পার্টিসিপেট করিনা!” “আমার কাছে দেহ সর্বস্ব নয়! যেমন খুশি সাজি, যেমন খুশি থাকি”— কটাক্ষের জবাব দিয়ে জীবন নিয়ে অকপট অপরাজিতা আঢ্য!

এরপর যথারীতি পরের দিন ছাতা তৈরির প্রাকৃতিক গিয়ে হাজির হয় বাড়ির সবাই। আর, সেখানেই দেবা আঁখিকে খুঁজতে থাকে। যথারীতি ঝিলিক সেখানে আঁখির হয়ে অভিনয় করতে থাকে। এদিকে, ম্যাজিশিয়ানের লোকেরা ছদ্মবেশে এসে উপস্থিত হয়েছে। আর, সবকিছুই দেবিকা অর্থাৎ আঁখিকে জানাচ্ছে তাঁরা।

You cannot copy content of this page