কর্তা দাদুর বিরুদ্ধে কথা! এভি’র হাত ধরে কথার স্বপ্নপূরণ! আগামী দিনে ধারাবাহিকে আসছে বিরাট চমক, জানিয়ে দিলেন নায়িকা

আজকের দিনে প্রায় প্রতিটা মেয়েই চাই নিজের পায় দাঁড়াতে। তা সে নিজে ব্যবসা করুক বা চাকরি। আর এই বাস্তবিক ঘটনার প্রভাব কিছুটা হলেও পরিলক্ষিত করা যাচ্ছে স্টার জলসার ‘কথা’ (Kotha) ধারাবাহিকে।

বর্তমানে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে গল্পের নায়িকা নিজের চেষ্টায় সমাজের প্রতিষ্ঠা হতে চাইলেও তাঁর জীবনে আসছে নানা ধরনের ঘাত-প্রতিঘাত। আর সব বাধাকে পরোয়া না করে কথা তার স্বামীর হাত ধরে আগামীর দিকে এগিয়ে যাচ্ছে।

Star Jalsha, Kothha, Today episode, Bangla serial, Kotha-ogni, New Promo, স্টার জলসা, কথা, আজকে পর্ব, বাংলা সিরিয়াল, কথা-অগ্নি, নতুন প্রোমো

কথার গুহ বাড়িতে সবথেকে ভালোবাসার মানুষ কর্তা দাদুই স্বয়ং রয়েছেন তাঁর ব্যবসার বিরুদ্ধে। কর্তা দাদুর কথায়, গুহ বাড়ির কোনো মহিলারা বাইরে বেরিয়ে কাজ করেন না। আর, এই ব্যাপারেই বরাবর বিপক্ষে এভি।

তবুও, কথা দাদুর সহমত না পাওয়ায় মনের মধ্যে আক্ষেপ রেখে একটু একটু করে শুরু করে নতুন পথচলা। কর্তা দাদু কথার পাশে নেই ঠিকই কিন্তু, বসু বাড়ির বাকি সদস্যরা হাতে হাত মিলিয়ে সাহায্য করছে কথাকে।

সম্প্রতি এক ইন্টারভিউতে অভিনেত্রী সিরিয়ালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তার মন্তব্য। অভিনেত্রীর কথায়, “ছোটবেলার স্বপ্ন কথা নিজের পায়ে দাঁড়াবে, মামাকে সাহায্য করবে, কিন্তু মামাতো এখন নেই। তবে সেই স্বপ্নটা যাতে সত্যি করতে পারে কথা তার জন্য পাচক মশাই সব রকম ভাবে চেষ্টা করছে, সাহায্য করছে, পাশে দাঁড়াচ্ছে”।

আরও পড়ুনঃ নস্টালজিয়া উস্কে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবলীনা দত্ত! নতুন গল্পে থাকবে রবি ঠাকুরের ছোঁয়া? কোন চ্যানেলে ফিরছেন অভিনেত্রী?

কিন্তু, এর সঙ্গে এটাও বললেন এইসব বিষয়কে একেবারেই সমর্থন করছে না কর্তা দাদু। এখন দেখার বিষয় এটাই যে, আদৌ কি গুহ বাড়ির নিজের গুমোর ভেঙে কথার পাশে এসে দাঁড়াবে নাকি দূরত্ব তৈরি হবে কর্তা দাদু এবং এভি-কথার মধ্যে?