নস্টালজিয়া উস্কে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবলীনা দত্ত! নতুন গল্পে থাকবে রবি ঠাকুরের ছোঁয়া? কোন চ্যানেলে ফিরছেন অভিনেত্রী?

টেলিভিশন ও বড় পর্দা দুই জায়গাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta) । দীর্ঘ কেরিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। কিছুদিন ধরে ছোট পর্দা থেকে একটু দূরেই ছিলেন এই প্রতিভাবান অভিনেত্রী। তবে এবার তিনি ফিরছেন এক নতুন চমক নিয়ে।

দেবলীনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ‘সৌরভ দাস’ (Sourav Das) । দু’জনের জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘অংশুমান চক্রবর্তী’ , যিনি এর আগেও ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করেছেন। এবার এই প্রচেষ্টা কতটা সফল হবে তাই দেখার বিষয়।

তবে এই নতুন প্রজেক্ট নিয়ে এখনই খুব বেশি কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না টিমের সদস্যরা। জানা গেছে, এটি হতে চলেছে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, যার মূল ভাবনা অনুপ্রাণিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের’ (Rabindranath Tagore) ‘শেষের কবিতা’ থেকে। অসমবয়সী প্রেমের এই গল্পে সম্পর্কের নতুন দিক তুলে ধরা হবে। শুটিং লোকেশনও বিশেষভাবে নির্বাচিত হয়েছে, যাতে গল্পের আবহ ঠিকঠাক ফুটে ওঠে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতনে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। জায়গাটি সিনেমার প্রেক্ষাপটের সঙ্গে একদম মানানসই। কিন্তু দেবলীনা ও সৌরভ ঠিক কোন ভূমিকায় থাকছেন? তাঁদের চরিত্রের সম্পর্কই বা কেমন? নির্মাতারা আপাতত সেই রহস্যই জিইয়ে রেখেছেন। তবে একটি বিষয় নিশ্চিত, এটি হবে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ “গৃহপ্রবেশ”-এ নতুন মোড়! শুভলক্ষ্মীর সিদ্ধান্ত কি বদলাবে আদৃতের জীবন?

এই স্বল্পদৈর্ঘ্যের ছবির নাম ‘আ ফেয়ারি টেল’। নামের মধ্যেই লুকিয়ে আছে কল্পনার ছোঁয়া। পরিচালক ও কলাকুশলীদের মতে, এটি শুধু প্রেমের গল্প নয়, সম্পর্কের গভীরতা বোঝার একটি অনন্য প্রচেষ্টা। দেবলীনা দত্তর ছোট পর্দায় প্রত্যাবর্তন যে বড়সড় আলোচনার বিষয় হতে চলেছে, তা বলাই বাহুল্য!