নয়া অবতারে ভাইরাল তোর্সা! সৌমীতৃষার পর এবার বড়পর্দায় তন্বী?

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি তোর্সা (Torsha) নামেই বেশি পরিচিত। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’তে (Mithai) তোর্সা চরিত্রে অভিনয় করে বাংলা খ্যাতি পেয়েছিলেন তিনি। সিরিয়ালে নায়িকা হওয়ার সব গুণ থাকলেও, এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকেইপ্রধান নায়িকার চরিত্রে দেখা যায়নি তন্বীকে (Tonni Laha Roy)।

প্রথমদিকে ভিলেন হয়ে মিঠাইয়ের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনেছিল তোর্সা। যদিও পরবর্তীকালে সোমকে বিয়ে করে তাঁর চরিত্রটি পজেটিভে পরিণত হয়। এরপর আর কোনও সিরিয়ালে তাঁকে দেখা যায়নি। মাঝে কয়েকটি সিনেমা-ওয়েব সিরিজে কাজ করছেন তন্বী। কিছুদিন আগেই মাতৃহারা হয়েছেন অভিনেত্রী।

tonni laha roy Soumitrisha kundu

সেই সময় মন থেকেই দারুন ভেঙে পড়েছিলেন নায়িকা। সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছিলেন তিনি। এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় সাদাকালো ছবিতে সরাসরি তন্বী ধরা দিলেন একেবারে চারুলতার সাজে। সাদা কালো ছবিতে ছোটপর্দার যেন অববিকল পুরানো বাংলা সিনেমার নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

সমাজমাধ্যমে একেবারে অন্য অবতারে ছবি পোস্ট করেছেন তন্বী

১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। এবার সেই পুরোনা সাজেই ধরা দিলেন তন্বী। তবে অভিনেত্রীর এই ছবিটি অনেক পুরনো একটি ছবি। বর্তমানে তন্বী ইনস্টগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন ।

আরও পড়ুনঃ

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

আরও পড়ুনঃ কবে কোন সময়ে টেলিভিশনে আসছে ‘আনন্দী’? ঘোষণা হল দিনক্ষণ! অন্বেষা-ঋত্বিকের জুটিকে জায়গা দিতে শেষ হচ্ছে কোন মেগা?

ইদানীং সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন তন্বী। কোনও ছবিতে গনেশ মূর্তির সামনে দেখা গেল তন্বী ও তাঁর প্রেমিক রাজদীপকে। কোনও ছবিতে আবার তাঁদের মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দী হয়েছে। ছবিতে দেখা যায়, তন্বী পরেছিলেন সি গ্রিন রঙের শাড়ি । খোলা চুল, হালকা মেক-আপে নজর কেড়েছেন নায়িকা।

Back to top button