আনন্দের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা আর হল না! ম’র্মান্তিক দুর্ঘটনায় অকালপ্র’য়াণ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর! রাতের অন্ধকারেই হারিয়ে গেল সুরেলা কন্ঠ!

শুক্রবার রাতের একটি আনন্দের অনুষ্ঠান শেষ হয়ে ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু সেই ফেরা আর সম্পূর্ণ হল না। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ঝিনকি মোড় এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময় একটি লরির ধাক্কায় প্রাণ হারালেন জনপ্রিয় স্থানীয় সঙ্গীতশিল্পী রূপকুমার দাস। রাতের নিস্তব্ধতায় আচমকা এই দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মৃত সঙ্গীতশিল্পীর নাম রূপকুমার দাস, বয়স ৪২ বছর। তিনি মগরাহাট থানার অন্তর্গত আলিদা দাসপাড়ার বাসিন্দা ছিলেন। পড়শি ও পরিচিত মহলে তিনি অত্যন্ত পরিচিত মুখ। হাসিখুশি স্বভাব এবং গানের প্রতি গভীর ভালোবাসার জন্য সকলের মন জয় করেছিলেন রূপকুমার। তাঁর কণ্ঠে বহু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণ পেত বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নেপালগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন রূপকুমার। অনুষ্ঠান শেষ করে নিজের মোটরবাইক চালিয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। রাতের অন্ধকারে ঝিনকি মোড় এলাকায় পৌঁছতেই একটি দ্রুতগতির লরি তাঁকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় রূপকুমারকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবরে পরিবারে নেমে আসে শোকের পাহাড়, কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন ও অনুরাগীরা।

আরও পড়ুনঃ ‘আরও বাকি আছে…বড় চমক আসবে!’ দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে, ২০২৬-এ ‘দেশু’র কামব্যাক! দেবের সঙ্গে নতুন ছবি ঘোষণার পর, শুভশ্রীর মন্তব্যে বাড়ল কৌতূহল! ছবি নিয়ে ঠিক কী বললেন তিনি?

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। ঘটনার পর থেকে লরির চালক পলাতক বলে জানা গিয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এক প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে আজ নিস্তব্ধ তাঁর পাড়া, থেমে গেল এক অনুচ্চারিত সুরের যাত্রা।

 

You cannot copy content of this page