ডায়েট নেই! ছুটির দিনটা কিভাবে কাটালেন ‘এই পথ যদি না শেষ হয়’- এর টুকাইবাবু?

জি বাংলায় উর্মি আর সাত্যকির প্রেম জমে উঠেছে। তাঁরা যত কাছাকাছি আসছে ততই দর্শক উচ্ছ্বসিত হচ্ছেন। আর তাই খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন অন্বেষা এবং ঋত্বিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটু অন্য ধরনের পোস্ট করলেন মুখ্য চরিত্র ঋত্বিক। সেখানে দেখা গেল ছুটির দিনটা কিভাবে সকালবেলা কাটালেন তিনি।

ডায়েট নেই। সকাল সকাল লুচি আর আলুর তরকারি দিয়ে শুরু ব্রেকফাস্ট। সাথে আবার রয়েছে গরম জিলিপি। খবরের কাগজ এসির রিমোট ধূমপানের সামগ্রীও দেখা গেল সেই ছবিতে। আর এই ছবি দেখে রীতিমত অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এ যেন সম্পূর্ণ অন্য মানুষ। নায়ক বাস্তবে কেমন তা এ থেকেই বোঝা যায়।

ঋত্বিক শুধুমাত্র এই ধারাবাহিক নয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তাই খুব তাড়াতাড়ি দর্শকের মনে নিজের জন্য স্থান করে নিতে পেরেছেন তিনি। আর আপাতত টুকাইবাবু বেশ জমিয়ে রোমান্স করছেন স্ত্রীর সঙ্গে। ধারাবাহিকের ২০০ পর্ব ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

Bengali serial

You cannot copy content of this page