বলিউডে টানা কাজ করার জন্য বিয়ে ভাঙতে চলল এই টলি তারকার! দাম্পত্য ভালো নেই, নিজের মুখেই করলেন স্বীকার

এই মুহূর্তে টলিউডের অন্যতম পরিচিত নায়িকা হলেন মানসী সেনগুপ্ত। অন্যদিকে বলিউডেও দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রীর দাম্পত্য জীবন নিয়ে সমস্যা চলছে। স্বামী অভিজিৎ -এর সাথে নাকি সুখী নেই নায়িকা। এমনকি বিচ্ছেদের চিন্তাভাবনাও চলছে দম্পতির মধ্যে। এইসব তথ্য মানসী ফাঁস করলেন দিদি নাম্বার ওয়ানে এসে।

‘মোসে ছল কিয়া যায়ে’ আর ‘বন্নি চাও হোম ডেলিভারি’ এই দুই ধারাবাহিকের নায়িকা মানসী নিজের সাথে করে নাকি বোনেদের নিয়ে গিয়েছেন মুম্বইয়ে। আপাতত সেখানেই থাকছেন নায়িকা। কিন্তু এত দূরে থেকেও ওর স্বামীর জন্য মন খারাপ করে না তাঁর।

পরদায় দাপুটে খল নায়িকা এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দূরত্বের কারণে তাঁদের দাম্পত্য প্রভাব পড়েছে। তাই তিনি বা তাঁর স্বামীকেই একে অপরকে ততটা মিস করেন না।

নায়িকা এই মুহূর্তে মুম্বই থেকে কলকাতায় ফিরতে চান না। এদিকে অভিজিৎ স্ত্রীকে মিস করলেও মুম্বই যেতে চান না। এই নিয়েই হয়েছে সমস্যা। মানসীর একটি মেয়ে রয়েছে। সে আবার বড় হচ্ছে অভিনেত্রীর বোনেদের কাছে। গত বছরে রাজা চন্দের পরিচালনায় ‘কাটাকুটি’ নামের এক ওয়েব সিরিজে দেখা দিয়েছিল মানসীকে। তারপর ‘উমা’য় কাজ করতে করতেই মুম্বই থেকে ডাক আসে নায়িকার।

You cannot copy content of this page