জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো উমা। এক নিম্নবিত্ত ঘরের মেয়ের এক উচ্চবিত্ত পরিবারের সফল বউ এবং বাংলার একজন নামী ক্রিকেটার হয়ে ওঠার গল্প বলবে উমা। শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই জি বাংলায় হিট হয়ে গেছে সিরিয়াল। আর এবার অবশেষে দেখা গেল মা এবং অভির ফুলশয্যার ঝলক।
প্রায় একমাস ধরে উমার সঙ্গে অভির বিবাহ পর্বের নানা ঝুটঝামেলা থেকে শুরু করে বিভিন্ন কাহিনী দেখানো হয়েছে। আর এবার জিবাংলা তরফ থেকে প্রকাশ করা হলো একটা প্রোমো যেখানে দেখা গেল ফুলশয্যার দৃশ্যের বিহাইন্ড দ্যা সিন। যা দেখে উমার ভক্তরা বেশ মজা পেয়েছেন।
এই প্রোমোটি দেখা যাচ্ছে আলিয়া উমাকে আগুনের বৃত্তের মধ্যে আটকে দেবে যাতে সে ঘরে পৌঁছাতে না পারে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিকে বালিশ হাতে করে ঘর থেকে বেরিয়ে আসতে অর্থাৎ সে অন্য কোথাও শোবে এবং তার সামনে দাঁড়িয়ে পড়ে উমা। সব মিলিয়ে আগামী দিনের পর্ব যে বেশ জমজমাট হতে চলেছে তা এই বিহাইন্ড দ্যা সিন দেখেই স্পষ্ট।
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!