শুরু থেকেই বিবাহিত জীবন কণ্টকময়! ক্রিকেট থেকে ফুলশয্যা কোনোটাই সুখের নয় উমার,কী করবে এবার সে?

বর্তমানে সিরিয়ালপ্রেমীদের কাছে বাংলা সিরিয়ালগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো উমা। নারীকেন্দ্রিক এই সিরিয়ালে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমনই একটি মেয়ের ক্রিকেট খেলার স্বপ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে গল্প।

দেখা গিয়েছে যে ইতিমধ্যেই চূড়ান্ত নাটকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছে উমা আর অভিমন্যু। যদিও উমার সাথে অভির বিয়ে হয় কিন্তু প্রথমে কথা ছিল বিখ্যাত ক্রিকেটার আলিয়াকেই অভিমন্যু বিয়ে করবে। কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে সবার সামনে অভি নিজেই উমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। কারণ সেই মুহুর্তে তার মনে হয় উমাকে একমাত্র আচার্য বাড়ির বৌয়ের সম্মান দিলে তবেই সে নিজের ট্যালেন্ট সকলের সামনে প্রকাশ করতে পারবে।

সেই সময়ে ভালো সাজার নাটক করে আলিয়া নিজেই অভির সাথে উমার বিয়েতে মত দেয়। ঠিক তারপরেই দেখা যায় যে অভির পরিবারের বেশিরভাগ সদস্য উমাকে বাড়ির বউ হিসেবে মেনে নিলেও খুশি নন অভিমন্যুর বাবা এবং পিসিমণি। আবার এর মধ্যেই বিয়ের পর বৌভাতের অনুষ্ঠান বাতিল করেছে অভি। তাই উমার মা বুঝতে পারছেন না মেয়ের বৌভাতের দিন তাঁরা কী করবেন আসলে। উমা নিজেও বুঝতে পারছে না যে সে কী বলবে। আর তখনই আলিয়া তাদের আসতে বলে।

You cannot copy content of this page