মৃ’ত্যুর কিছুক্ষণ আগেই অভিনেতা চিরঞ্জিতকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়, শেষ সময়ে সহ-অভিনেতাকে কোন গোপন কথা বলেছিলেন তিনি? বর্ষীয়ান অভিনেতার প্রয়াণ, প্রকাশ্যে এল বড় খবর!

সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিজেপি নেতা ‘জয় বন্দ্যোপাধ্যায়’ (Joy Banarjee)। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সিওপিডির (COPD) রোগী ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। টানা কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার সকালেই তাঁর জীবনাবসান ঘটে।

তাঁর প্রয়াণকালে বয়স হয়েছিল ৬২ বছর। অভিনেতার মৃত্যুতে শোকাহত বাংলা সিনেমার আরেক প্রখ্যাত অভিনেতা তথা তৃণমূল বিধায়ক ‘চিরঞ্জিত চক্রবর্তী’ (Chiranjeet Chakraborty)। তিনি জানিয়েছেন, মৃত্যুর কিছুদিন আগেই তাঁকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অনেক না বলা কথা!

বারাসাতে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত বলেন, ওর শরীর খারাপ ছিল, আমাকে ফোন করেছিল। ওর কিছু টাকার প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আমি বলেছিলাম, আমি বিজেপিকে বলব। বলেওছিলাম। ওঁরা পৌঁছেও গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ও আর বাঁচল না।

অনন্যা (জয়ের প্রথম স্ত্রী) আমাকে লিখল – ‘ও চলে গেল আজকে।’ চিরঞ্জিত আরও জানান, প্রায় ৪০ বছর পর জয় তাঁকে ফোন করেছিলেন। কথোপকথনের সময় জয় জানিয়েছিলেন, তিনি নাকি দ্বিতীয়বার বিয়েও করেছেন। চিরঞ্জিত বলেন, “খুবই কষ্টের বিষয়। আমরা একসঙ্গে কোনও ছবি করিনি। তবে একসময় ওর ছবি নিয়ে দারুণ হইচই হয়েছিল।

কিন্তু ও যে কবে থেকে অসুস্থ হয়ে পড়ল, আমি জানতাম না।” উল্লেখ্য, জয় বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সেবার বীরভূম থেকে প্রার্থী হয়ে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকেও লড়াই করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ প্র’য়াত অভিনেতা জয়জিৎ ব্যানার্জি! জয় ব্যানার্জির মৃত্যুর দিনে নাম বিভ্রাটের জেরে পরপারে চলে গেলেন জীবন্ত অভিনেতা!

তবে জয়ের রাজনৈতিক জীবন খুব বেশি সফল হয়নি। পরবর্তী সময়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। চকচকে চেহারার সুদর্শন এই অভিনেতা একসময় ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক হিরো। তাঁর হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।