টলিপাড়ায় বিতর্ক যেন প্রতিদিনের সঙ্গী। কখন, কোথায়, কীভাবে যে বিতর্কের ঝড় ওঠে, কেউই তা আন্দাজ করতে পারেন না। সম্প্রতি এমনই এক জনপ্রিয় অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। স্টুডিয়োপাড়ার গুঞ্জন বলছে, সেই দিন অনুষ্ঠানে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যা একদম ভাবনার বাইরে ছিল। সেদিন মঞ্চে উপস্থিত দর্শক থেকে শুরু করে কলাকুশলীরা— সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন পরিস্থিতি দেখে।
সূত্রের দাবি, রবীন্দ্রনাথের একটি নৃত্যনাট্য নিয়ে আলোচনার মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই মঞ্চে উপস্থিত এক বর্ষীয়ান অভিনেত্রী নিজের মতামত জানাতে গিয়ে বেধে ফেলেন বিতর্কের সূত্র। শোনা যাচ্ছে, তাঁর মন্তব্য নিয়ে তৎক্ষণাৎ আপত্তি তোলেন অপর এক প্রবীণ অভিনেতা। একসময় যাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, সেই দুই শিল্পীর মধ্যে প্রকাশ্যেই শুরু হয়ে যায় তর্ক। এমনকী, অনুষ্ঠানের শুটিংয়ের সময়ও পরিবেশ ছিল যথেষ্ট চাপাপূর্ণ।
ঘনিষ্ঠ সূত্র বলছে, সেই দিন ওই বিশেষ অতিথি অভিনেত্রীকে সরাসরি বলা হয় তিনি ‘পুরনো ধ্যানধারণার মানুষ’। যদিও প্রকাশ্যে কেউ এ বিষয়ে মুখ খোলেননি এখনও। তবে উপস্থিত বহু দর্শক এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েন বলেই খবর। অনেকেই পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সমালোচনা করেন অনুষ্ঠানের সঞ্চালনার। এমনকি টলিপাড়ার অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও, নিজেদের অসন্তোষ লুকিয়ে রাখেননি।
অনুষ্ঠান সম্প্রচারের পর বিষয়টি আরও বিস্ফোরক হয়ে ওঠে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নানা মন্তব্য, কটাক্ষ। অনেকেই দাবি করেন, অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে এই ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। কেউ কেউ আবার প্রশ্ন তোলেন— এতদিনের সম্পর্ক, এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এমন ব্যবহার করা সম্ভব? রবীন্দ্রনৃত্যনাট্য নিয়ে মতের অমিল থাকতেই পারে, কিন্তু তার জন্য প্রকাশ্যে অপমান?
আরও পড়ুনঃ টলিপাড়া জুড়ে জল্পনা, ২১ জুলাইয়ের প্রাক্কালে ইচ্ছা প্রকাশ সায়কের! রাজনীতিতে যোগদানের ইঙ্গিত অভিনেতার, রহস্য বার্তায় সরগরম সমাজ মাধ্যম! সায়ক নাম লেখাচ্ছেন কি শাসক দলে?
এই ঘটনার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানের মান কোথায় গিয়ে দাঁড়াবে? এমন বিতর্ক ভবিষ্যতে আবার ঘটলে তা শিল্পের জন্য সুখকর হবে না বলেই মনে করছেন শিল্পী মহলের একাংশ। যদিও এখনও পর্যন্ত সেই অভিনেত্রী বা অভিনেতার তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি, তবে টলিপাড়ার অন্দরমহলে এই বিতর্ক যে এখন হটটপিক, তা বলাই যায়!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।